ডিসেম্বরে কোয়েল মল্লিক কোল আলো করে আসে মেয়ে কাব্য। ছেলের কোলে মেয়ে। বড় আদরের। তবে তাকে এর আগে কখন সেভাবে সামনে আনেননি নায়িকা। তার নানা ঝলক দেখা গেলেও তার মুখ দেখা যায়নি। তাই ভক্ত মনে প্রশ্ন, কার মতো দেখতে হল অভিনেত্রীর কন্যাকে। তাকে দেখার জন্য কোয়েলের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান করে মেয়ের ছবি সামনে আনলেন নায়িকা!
আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে সপ্তমীতে মায়ের আরাধনায় রাজ-শুভশ্রী, সাজলেন সাদা - হলুদ রঙে
সোমবার দেবীপক্ষের মধ্যে মহাসপ্তমীতে মেয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন কোয়েল। তিনটি ছবি শেয়ার করেন। মল্লিক বাড়িতে আজ মহাসপ্তমীর পুজো। সেখানে স্বামী ছেলে মেয়েকে নিয়ে পার্বতীর মতো নিজের বাড়িতে হাজির হয়েছিলেন কোয়েল। আর সেখানেই দেখা মেলে কাব্য। ধূসর শাড়িতে সেজে উঠেছিলেন নায়িকা ও তাঁর পরিবার পরেছিল হলুদ পোশাক। নায়িকার স্বামী নিসপাল সিং রানেকে নীল পাঞ্জাবিতে দেখা যায়। কবীরের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি আর হলুদ রঙের লহেঙ্গায় দেখা মেলে খুদে কাব্যর। ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘শুভ মহাসপ্তমী।’
আরও পড়ুন: 'হাজার হাজার পুলিশ অক্লান্ত ভাবে…', মহাসপ্তমীর সকালে প্রশাসনের প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত!
ছোট্ট কাব্যর ছবি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘অসাধারণ। আমার দেখা সেরা অভিনেত্রী, যে কিনা প্রেগন্যান্ট হলে সোশ্যাল মিডিয়াই প্রকাশ করেনা। অনেক ভালবাসা রইল। হঠাৎ করে ছেলে মেয়ে দুজনকেই একসঙ্গে দেখলাম।’ আর একজন লেখেন, ‘কবীরও ছোটোবেলায় এমন দেখতে ছিল।’ আর একজন লেখেন, ‘একদম রানেদার মতো হয়েছে দিদি তোমার মেয়ে। খুব ভালো থেকো, তোমার সন্তানরাও ভালো থাকুক।’
আরও পড়ুন: মায়ের মঙ্গলসূত্র গলায় পরে মঞ্চে গান করেন এই জনপ্রিয় গায়ক, কেন জানেন?
২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীর জন্ম হয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।
আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে শালপাতার বাটি হাতে বরের সঙ্গে পুজোয় ফুচকা খেলেন সন্দীপ্তা! রইল ভিডিয়ো