পুজো মানে যেমন রাজ জেগে আড্ডা, প্যান্ডেল হপিং তেমনই খাওয়া দাওয়াটাও থাকে। এর ব্যতিক্রম নন তারকারাও। সারা বছর কঠিন ডায়েট মেনে খাবার খেলেও পুজোর সময় তাঁরাও সব কিছু চেখে দেখেন। দু'হাতে মেখে নেন পুজোর আনন্দ। সন্দীপ্তা সেনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদম তাই। আর সেই কারণেই পুজোর শ্যুটের মাঝে বরকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন নায়িকা।
আরও পড়ুন: দেবের রঘু ডাকাত নিয়ে নানা নেতিবাচকতার মাঝে দর্শক ভর্তি হলের ছবি প্রকাশ্যে!
সোমবার পাপারাৎজি সংবাদ সংস্থা টলিউড অনলাইনের পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানেই দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে তেঁতুলজলে ভরা ফুচকায় মজেছেন সন্দীপ্তা। পাশে দাঁড়িয়ে তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়। ফুচকার স্বাদ থেকে তিনিও বঞ্চিত নন। স্ত্রীয়ের সঙ্গেই দাঁড়িয়েই শালপাতার বাটি হাতে ফুচকা খাচ্ছেন তিনি।
আরও পড়ুন: ‘শক্রু’ পাকিস্তানকে বধ! এশিয়া কাপ জয়ের পর শাহিনদের খিল্লি ওড়ালেন অমিতাভ বচ্চন
ভিডিয়োয় সাদা কালো স্ট্রাইপ দেওয়া শাড়ি ও কালো স্লিভলেস ব্লাউজে ধরা দিয়েছিলেন নায়িকা। গলায় সরু হার, কানে ছোট দুল, কপালে ছোট্ট কালো টিপ, হাতে ঘড়ি ও হালকা মেকআপে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে সৌম্যর পরনে ছিল ফ্লোরাল প্রিন্টের সাদা পাঞ্জাবি ও পাজামা।
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরছে 'গাঁটছড়া' জুটি গৌরব-শোলাঙ্কি! প্রকাশ্যে 'এলা ও গোরার গল্প' ধারাবাহিকের প্রথম প্রোমো
অনেকেই বলেন সেলেবরা নাকি স্ট্রীট ফুড এড়িয়ে চলেন। সন্দীপ্তা কিন্তু একেবারেই তার ব্যতিক্রম। কোনও রেস্তরাঁ বা নামি দামি দোকানে নয়, পুজোর মন্ডপের সামনে একেবারে রাস্তার ধারের ফুচকা স্টল থেকে স্বামীর সঙ্গে ফুচকা খেতে দেখা যায় নায়িকাকে।
আরও পড়ুন: চার দিনে কোটি পার 'রক্তবীজ ২'-এর! দেবের ‘রঘু ডাকাত’ ষষ্ঠীতে কত আয় করল?
ফুচকায় কামড় দিতে দিতে নায়িকাকে বলতে শোনা যায়, ‘শ্যুট করতে বেরিয়েছিলাম। তার ফাঁকেই একটু ফুচকা খেয়ে নিচ্ছি।’ পাশ থেকে সৌম্যকে বলতে শোনা যায়, ‘আমি ঠাকুর দেখতে বেরিয়েছি।’ ষষ্ঠীর সকালে তাঁদের এ ভাবে দেখে অনুরাগীরাও ভালোবাসায় ভরে দিয়েছেন।
একজন লেখেন, ‘গভীর ভালোবাসা, গভীর প্রেম। খুব সুন্দর লাগছে দু’জনকে। খুব সুইট লাগছে, দেখে ভালো লাগলো।' আরও একজন লেখেন, ‘ভীষণ প্রিয় দু’জন মানুষ।' আর এক অনুরাগী লেখেন, ‘দিদি কী সুইট।’
কাজের সূত্রে বর্তমানে সন্দীপ্তাকে হিন্দি মেগা 'সম্পূর্ণা' দেখা যাচ্ছে। বাংলা কাজের মধ্যে শেষ তাঁকে 'বীরাঙ্গনা' সিরিজ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’তে দেখা গিয়েছিল।