ছোট পর্দার হাত ধরে বিনোদন জগতে পা রাখার পর বহু অভিনেত্রী বড় পর্দাতেও দেখিয়েছেন ম্যাজিক। একের পর এক ভালো কাজ সিনেমা ও সিরিজে উপহার দিয়েছেন তাঁরা। তবে এই বছরটাই যেন তাঁদের ঘরে ফেরার তথা মেগা সিরিয়ালে ফেরার বছর। কিছু দিন আগেই ফের ছোট পর্দায় ফিরেছেন মধুমিতা সরকার। এরপর ৭ অক্টোবর থেকে দেখা যাবে রনিতা দাসের মেগাও। আর এবার তাঁদের পথই অনুসরণ করলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়।
আরও পড়ুন: চার দিনে কোটি পার 'রক্তবীজ ২'-এর! দেবের ‘রঘু ডাকাত’ ষষ্ঠীতে কত আয় করল?
যদিও কিছুদিন আগে পর্যন্ত তাঁকে বলতে শোনা যেত যে, তিনি এখনই ছোট পর্দার কথা ভাবছেন না। তাঁর পুরো মনযোগ ছবি ও সিরিজেই। মাঝে তিনি মুম্বইতেও পাড়ি দিয়েছিলেন। যদিও সেখানে তাঁকে সেভাবে কাজ করতে দেখা যায়নি। তারপর মায়ানগরী থেকে ফিরে আবারও বাংলায় একের পর এক সিরিজ ও ছবিতে নজর কাড়তে থাকেন তিনি। বছরের শুরু দু'মাস পর পর তাঁর কাজ মুক্তি পায়। কিন্তু এবার সকলকে চমকে দিয়ে প্রকাশ্যে এল তাঁর আসন্ন মেগার প্রথম প্রোমো।
তিনি যে ফের ছোট পর্দায় ফিরবেন তা আগেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল। এরপর হঠাৎ করেই স্টার জলসার পক্ষ থেকে সামনে আনা হয় নায়িকার নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো। আর সেখানে অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে কে থাকছেন তাও প্রকাশ্যে আনা হয়। গাঁটছড়ার পর আবার এই ধারাবাহিকে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। শোলাঙ্কি তাঁর সর্ব শেষ মেগাতে গৌরবের সঙ্গেই কাজ করেছিলেন। তাঁদের জুটি দর্শকদের খুবই প্রিয়। আর সেই প্রিয় জুটি আবার ফিরছে নতুন ধারাবাহিক 'এলা ও গোরার গল্প'-এ।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসার আগেই মধুমিতাকে প্রথম অ্যানিভার্সারির আদুরে বার্তা দেবমাল্যর!
মেগার লুক অ্যান্ড ফিল থেকে প্রোমো সব কিছুতেই একেবারে অভিনবত্বের ছোঁয়া রয়েছে। ভিডিয়ো নয় বরং একের পর এক ছবির দিয়েই হয়েছে প্রথম প্রোমোর বুনন। শুরুতেই দেখানো হয়েছে একটি পিয়ানোর সামনে বসে শোলাঙ্কি। পরনে তাঁর গোলাপি রঙের গাউন, হাতে কখনও রবি ঠাকুরের বই তো কখনও ফুল। মেগার নায়িকাদের সচরাচর এভাবে দেখা যায় না। আধুনিতা ও ঐতিহ্যের মেলবন্ধন, বর্তমান যুগে যেমনটা কাম্য। অন্যদিকে, একেবারে কর্পোরেট লুকে ধরা দেন গৌরব। এই পুরো প্রোমোই দেখানো হয় স্যোশাল মিডিয়ার প্রেক্ষাপটে। মেগায় শোলাঙ্কির নাম 'এলা' আর গৌরবের চরিত্রের নাম 'গোরা'।
তবে এই ‘এলা’ বা ‘গোরা’র সঙ্গে রবি ঠাকুরের উপন্যাসের কোনও মিল আছে নাকি তার হদিশ পাওয়া যায়নি ঠিকই তবে, এই দুই চরিত্রের অনুপ্রেরণা যে তিনি তা ভালোই বোঝা যায়। নতুন মেগার প্রোমো দেখে খুশি গৌরব-শোলাঙ্কি জুটির অনুরাগীরাও।