সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ছবিটি নিয়ে পজিটিভ নেগেটিভ সবরকম কথাই শুনতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেব, অনির্বাণ এবং সোহিনীর অভিনয়ের প্রশংসা করা হলেও এবার মিমি নিজের স্বামী ওম সাহানির প্রশংসায় পঞ্চমুখ হলেন।
‘রঘু ডাকাত’ ছবির পোস্টারের সামনে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তোলেন মিমি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ওকে ওর স্বপ্ন নিয়ে বাঁচতে দেখছি। ‘রঘু ডাকাত’ ছবিতে একজন উজ্জ্বল তারকার মতো ওকে দেখছি। এই গর্ব ভাষায় প্রকাশ করা যায় না। কেউ মিস করবেন না, অবশ্যই দেখবেন ‘রঘু ডাকাত’।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
‘রঘু ডাকাত’ ছবিতে বাংলা অন্যতম বিখ্যাত ডাকাত রঘুর জীবন দেখানো হয়েছে। এই ছবিটি নিয়ে গোটা বাংলায় প্রচার করেছিলেন দেব। অবশেষে পুজোর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি। বাকি তিনটি সিনেমা ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কান্ড কলকাতাতেই’ ছবির সঙ্গে প্রতিযোগিতা করছে রঘু ডাকাত।
এর আগে ওম সাহানি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন তবে তেমন ভাবে সাফল্য অর্জন করতে পারেননি তিনি। তবে স্বামীকে এই ছবিটা দেখে ভীষণ খুশি মিমি। এইভাবেই ধীরে ধীরে সাফল্য আসুক স্বামীর কাছে এটাই কামনা করছেন তিনি।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
অন্যদিকে মিমি অভিনীত ‘ইন্দু ৩’ মুক্তি পেয়েছে সম্প্রতি। বহু অপেক্ষার পর অবশেষে হইচই ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজের শেষ পর্ব। এছাড়াও জি বাংলা সোনার চ্যানেলে ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই সিরিয়ালে বিশ্বনাথ বসুর বিপরীতে অভিনয় করছেন তিনি।