গত সপ্তাহে লাদাখে রাজ্য প্রতিষ্ঠার প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। এরপর ‘দেশ বিরোধী’ হওয়ার অভিযোগ ওঠে সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে। বর্তমানে গ্রেফতার হওয়ার পর জয়পুরের জেলে সোনম রয়েছেন বলে জানা যাচ্ছে। এদিকে, তাঁর স্বামীর বিরুদ্ধে দেশ বিরোধী হওয়ার তকমা ঘিরে প্রতিবাদে সরব হলেন ওয়াংচুকের স্ত্রী। ওয়াংচুকের স্ত্রী এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী ও মহম্মদ ইউনুসের একটি ছবি পোস্ট করে তাঁর প্রশ্নটি সামনে রাখেন।
পাল্টা জবাব দিতে গিয়ে, জেলে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা মহম্মদ ইউনুসের দুটি ছবি শেয়ার করেছেন - একটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইউনুস এবং অন্যটিতে ওয়াংচুকের সাথে ইউনুস। আংমো তাঁর পোস্টে লেখেন, ‘যদি মাননীয় প্রধানমন্ত্রীর (ভারতের), মহম্মদ ইউনুসের সাথে দেখা করা যদি ঠিক হয়, তাহলে ভারতের শিক্ষাবিদ এবং উদ্ভাবক সোনম ওয়াংচুক যখন তাঁর (ইউনুসের) সাথে দেখা করেন তখন কেন সমস্যা?’
লাদাখ আন্দোলনের সবচেয়ে বিশিষ্ট মুখ ওয়াংচুক বাংলাদেশে শেখ হাসিনার শাসনের অবসান ঘটানোর জন্য 'ষড়যন্ত্র' করেছিলেন বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ার একাংশ চর্চার ঝড় উঠেছে। তার জবাবে আংমো এই মন্তব্য করছিলেন।
এদিকে, পরিবেশকর্মী ওয়াংচুকের ‘পাক-যোগ’ নিয়ে তদন্ত করছে লাদাখ পুলিশ। তারই মধ্যে গত ফেব্রুয়ারিতে ওয়াংচুকের সস্ত্রীক পাকিস্তান সফর নিয়ে বেশ কিছু আলোচনা চসলছে। রাষ্ট্রপুঞ্জ এবং পাক সংবাদমাধ্যম আয়োজিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যান সস্ত্রীক ওয়াংচুক। তা নিয়ে প্রশ্ন উঠতেই ওয়াংচুকের স্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন,'ভারত যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারে, তা হলে দেশের এক জন বীর (সোনম) সেখানে (পাকিস্তানে) রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যোগ দিতে পারবেন না?'