পুজো শুরু হতে না হতেই চলে গেল একটা দিন। ষষ্ঠী সেই সবার পরেই সপ্তমীর ভোরবেলা কলা বধূ স্নানের মাধ্যমে সূচনা হল সপ্তমীর সকালের। সপ্তমী এলেই মনে হয় আর মাত্র হাতে দুই দিন, তারপরেই আবার ১ বছরের অপেক্ষায় দিন গুনবে গোটা বাঙালি জাতি।
তবে পুজোর এই ৪ দিন মানুষ সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে। সব কাজ সরিয়ে রেখে এই কয়েকটা দিন পরিবারের সঙ্গে আনন্দ হইহুল্লোড় করে দিন কাটায় সকলে। সাধারণ মানুষ হোক বা সেলিব্রেটি, পুজোর এই কয়েকটা দিন সকলের কাছেই সমান।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
এমনই পুজোর আনন্দে মেতে উঠে দেখা গেল ধারাবাহিক জগতের অন্যতম পরিচিত একজন অভিনেতাকে। তিনি হলেন নীল ভট্টাচার্য। তবে তৃণা সাহা নয়, সহ অভিনেত্রী স্বস্তিকা দত্তকে নিয়ে দুর্গা পূজার আনন্দে মেতে উঠতে দেখা গেল অভিনেতাকে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি ছাই রঙের পাঞ্জাবীতে সেজেছেন অভিনেতা। স্বস্তিকা সেজে উঠেছেন সবুজ হলুদ শাড়িতে। কোনও এক বনেদি বাড়ির দুর্গাপুজোয় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে এই তারকা জুটিকে।
দেবী দুর্গার সামনে ‘জয় দুগ্গা মাইকি/সপ্তমীর জোসটা ভীষণ হাই কি’ গানে নাচ করতে দেখা যায় তাঁদের। তারকা জুটিকে এমন একটি সুন্দর গানে নাচ করতে দেখে ভীষণ খুশি ভক্তরাও। তবে অনেকেই বলেছেন এখানে স্বস্তিকার বদলে তৃণা থাকলে আরও ভালো হতো।
প্রসঙ্গত, এই মুহূর্তে নীল ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়ালে। এই ধারাবাহিকে মধুমিতা সরকারের বিপরীতে অভিনয় করছেন তিনি। বহুদিন পর আবার ছোটপর্দায় দেখা যাচ্ছে মধুমিতাকে।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
অন্যদিকে স্বস্তিকা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আলাপ’ নামের একটি সিনেমায়। তৃণার সঙ্গে ‘গভীর জলের মাছ’ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। এই সিরিজের দ্বিতীয় ভাগ মুক্তি পেয়েছিল গত বছর জুন মাসে।