নবপত্রিকা স্নানের পর ইতিমধ্যেই মন্ডপে মন্ডপে সপ্তমীর পুজো মহাসমারোহে হচ্ছে। আকাশ বাতাস জুড়ে খুশির আমেজ রাস্তায় রাশি রাশি হাসি মুখের ভিড়। তার মধ্যে কেমন পুজো কাটছে সৌরভ চক্রবর্তীর। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে অকপট আড্ডায় ভাগ করে নিলেন নায়ক।
আরও পড়ুন: শাহিদের সাথে প্রেম টেকেনি, নায়কের ভাই ইশানের সঙ্গে হঠাৎ মাখামাখি প্রিয়াঙ্কার!
পুজো মানেই তো খাওয়া-দাওয়া। ডায়েট ভুলে তিনি কি এই ক'দিন কব্জি ডোবাবেন খাবারে? প্রশ্নে নায়ক বলেন, 'পুজোয় নো ডায়েট। পুজোয় ডায়েট করা পাপ।' তবে পুজো মানে তো কেবল খাওয়া দাওয়া নয়, সঙ্গে পুজোর সাজটাও খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আগে থেকে নায়ক কেনাকাটা শুরু করে দেন। তবে পুজোর পোশাক অনলাইন নয় বরং নিজেই কিনতে যেতে ভালোবাসেন সৌরভ। তাঁর কথায়, 'সারা বছর যেহেতু অনলাইনে কেনাকাটা করি তাই পুজোর জন্য আমি নিজে গিয়ে সামনে থেকে দেখে জামা কিনতে বেশি পছন্দ করি।'
পুজোয় জামা কেনা, খাওয়া দাওয়ার পাশাপাশি প্যান্ডেল হপিংটা খুব বড় একটা বিষয়। কিন্তু জন সমুদ্রে মিশে সেলেবরা অনেকেই প্রতিমা দর্শন করতে পারেন না। সেই জায়গাটা কি কোথাও গিয়ে মিস করেন সৌরভ? প্রশ্নে নায়ক বেশ আক্ষেপের সুরেই বলেন, 'মিস তো অবশ্যই করি। তাই পুজোয় থাকি না। বাইরে ঘুরতে চলে যাই।' অভিনেতা জানান এ বছর তিনি লাদাখ যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে কুর্গে যাওয়াই স্থির করেন।
আরও পড়ুন: মহাসপ্তমীতে মেয়ের ছবি সামনে আনলেন কোয়েলে! বাবা না মা কার মতো দেখতে হল খুদেকে?
তবে এখন তিনি রাজ্যে না থাকলেও ছোটবেলায় কিন্তু বাংলার পুজোতেই চুটিয়ে মজা করতে সৌরভ। মন্ডপে মন্ডপে ঘুরে ঠাকুর দেখতেন। তাঁর কথায়, 'পুজোতে ঠাকুর দেখতে বের হব না এটা তো হতে পারে না। বন্ধুদের সঙ্গে হইহই করে সারা রাত ধরে ঠাকুর দেখতাম। বিভিন্ন স্ট্রীট ফুড খেতাম। আর সারা রাত জেগে ভোরে বাড়ি ফিরতাম। আবার পরের দিন ঠাকুর দেখতে যাওয়ার জন্য তৈরি হওয়া। ওই যে টান, ওই উত্তেজনাটাকে খুব মিস করি।'
কিন্তু পুজোর সঙ্গে পুজো প্রেমের একটা যোগ রয়েছে। পুজো প্রেম কি কখনও হয়েছে অভিনেতার? প্রশ্নে তিনি বলেন, ‘একটাও টেকেনি সপ্তমীতে শুরু আর দশমীতে শেষ হয়ে গিয়েছে। পর্দায় ‘ঝাঁপি’ ‘দীপ’-এর জীবনে রয়ে গিয়েছে। কিন্তু আমার পুজো প্রেমের প্রেমিকারা কখনও আমার জীবনে থাকেনি।'