এশিয়া কাপের টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে উল্লাস মাতলেন শাহেনশা অমিতাভ বচ্চন। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের আগের মন্তব্যকে কটাক্ষ করে অমিতাভ একটি টুইট শেয়ার করেছেন। ক্রিকেট টক শো 'গেম অন হ্যায় হ্যায়'-এ কথা বলার সময় অভিষেক শর্মার নাম গুলিয়ে ফেলে অভিষেক বচ্চনের নাম নিয়েছিলেন শোয়েব। এশিয়া কাপের ফাইনালে ফাটাফাটি জয়ের পরে অমিতাভ বচ্চন মজাদার পোস্ট শেয়ার করেছেন।
অভিষেকর মতো তাঁর বাবারও ‘সেন্স অফ হিউমার’ তারিফযোগ্য। এদিন ভাল খেলার জন্য 'অভিষেক বচ্চন'-এর প্রশংসা করেছেন বিগ বি। টিম ইন্ডিয়া কীভাবে 'শত্রু'কে পরাজিত করেছে সে সম্পর্কেও টুইট করেছেন তিনি। অমিতাভ লিখেছেন, ‘আমরা জিতে গেছি! 'অভিষেক বচ্চন' দারুণ খেলেছে। ওদিকে ওঁদের জিভ ফসকে গেল আর এদিকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ছাড়াই আপনি শত্রুকে পরাজিত করে দিলেন। এখন ওরা বাকরুদ্ধ!! জয় হিন্দ! জয় ভারত! জয় মা দুর্গা!!!'
ফাইনালে পাকিস্তানের সম্ভাবনা বিশ্লেষণ করার সময় ভুলবশত বলেন, ‘পাকিস্তান যদি অভিষেক বচ্চনকে কাল্পনিক পরিস্থিতিতে তাড়াতাড়ি আউট করে দেয়, তাহলে মিডল অর্ডারের কী হবে? তাদের মিডল অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি’। প্যানেল হাসিতে ফেটে পড়ে যখন হোস্ট এবং অন্যান্য অতিথিরা তাকে দ্রুত সংশোধন করেছিলেন যে শোয়েব বলতে চেয়েছিলেন তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মার কথা, যিনি ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি করেছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। শোয়েবের এই স্লিপ অফ টাং নিমেষে ভাইরাল।
কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে অভিষেক পাকিস্তানি টিমের বেহাল দশা নিয়ে চরম খিল্লি করেন। অভিষেক একটি খবরের লিঙ্ক শেয়ার করে লিখেছিলেন ‘স্যার, যথেষ্ট সম্মানের সাথেই বলছি... ভাববেন না যে তারা সেটাও পারবে! আর হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে পারদর্শী নই।’

রবিবারের ম্যাচে, তিলক ভার্মার অর্ধ শতরান এবং সঞ্জু স্যামসন এবং শিবম দুবের যোগ্যসঙ্গতে ভর করে ভরাত দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া কাপ শিরোপা জিতে ফের একবার নিজেদের এশিয়ার সেরা দল হিসাবে প্রমাণ করল। শুরু থেকেই টুর্নামেন্ট ফেভারিট টিম ইন্ডিয়া এদিন পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা ভালো করলেও ভারতীয় বোলিং অ্যাটাক দুর্দান্ত কামব্যাক করে, ফলস্বরূপ মাত্র ১৯.১ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় সলমন আঘার দল। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে ভারতের সময় লাগে ১৯.৪ ওভার।
ম্যাচ শেষেও কম ড্রামা হয়নি। সূর্য কুমার যাদবরা পাকিস্তানি বোর্ডের প্রধান তথা, এসিসি চেয়ারম্যান মহসিন নকভি থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। ফলে জয় পেলেও ট্রফিহীনই থাকতে হয় ভারতকে। তাতে অবশ্য সেলিব্রেশন থামেনি টিম ইন্ডিয়ার। বয়েই গেল ভঙ্গিতে গোটা পাকিস্তানকে বুড়ো আঙুল দেখিয়েছে শিবম দুবে, সঞ্জু স্যামসনরা।