টিভির পর্দায় বেশিরভাগ সময় নেতিবাচক চরিত্রই অভিনয় করতে দেখা গিয়েছে তন্বী লাহা রায়কে। তবে বাস্তব জীবনে তিনি মিষ্টি এবং শান্ত একটি মেয়ে। দুর্গা পঞ্চমীর দিন মায়ের স্মৃতি আঁকড়ে মায়ের শাড়ি পরে কাটালেন সারাদিন। সেই ছবি তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।
একটি হলুদ কালো শাড়ি পরে তন্বী লেখেন, ‘মায়ের স্মৃতিতে আমার পুজো শুরু ঠিক আগের বছরের মতোই। প্রত্যেক বছর আলমারি থেকে একটা করে মায়ের পরা শাড়ি বের করে পুজো শুরু করি, এই শাড়িটায় এখনও মায়ের গন্ধ, মায়ের হাতে বানানো শাড়িটা।’
আরও পড়ুন: পরনে নেই কোনও দামী শাড়ি, সাদামাটা পোশাকে ধরা দিলেন শ্রীময়ী, ব্যাপার কী?
আরও পড়ুন: ‘বাঙালি রঘু ডাকাত দেখছে সেটাই বিশাল...', দেবকে কী বললেন বিনোদিনী পরিচালক?
অভিনেত্রী আরও লেখেন, ‘বাড়িটা পুরো ফাঁকা ছিল, আমি সন্ধ্যেবেলা মায়ের আলমারি ঘেঁটে এই শাড়িটা বের করে একা হাতেই সেজে নিলাম। মাও সাজগোজ পছন্দ করত। মায়ের ইউজ করা পারফিউমটা এখনও রাখা আছে সারা গায়ে মেখে নিলাম। যেন মনে হচ্ছে তুমি আমাদের সাথেই ঘুরছ মা।’
অভিনেত্রী যে দুটি ছবি পোস্ট করেছেন সেখানে অভিনেত্রীকে একটি হলুদ কালো শাড়ি পরে দাঁড়িয়ে থাকে দেখা যায়। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, খোলা চুল এবং নামমাত্র মেকআপ, সবমিলিয়ে অভিনেত্রীকে দেখতে লাগছিল অসাধারণ।
তন্বী লাহা রায়ের এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ অভিনেত্রীর মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘মা কখনও চলে যায় না। তোমার মাও তোমার সঙ্গেই ছিল, আছে এবং থাকবেই সব সময়। স্মৃতির মধ্যে, তোমার হাসির মধ্যে, তোমার প্রতিদিনের শক্তির মধ্যে তোমার মা বেঁচে আছেন। মাকে ছাড়া এটা তোমার দ্বিতীয় দুর্গাপুজো কিন্তু তোমার পোস্টটা দেখলেই মনে হল মা এখনও তোমার পাশেই দাঁড়িয়ে। মায়ের আশীর্বাদ তোমার সঙ্গে প্রতিদিন প্রতিমুহূর্তে রয়েছে।’
আরও পড়ুন: বেগুন ভাজা থেকে পটলের দোর্মা! ‘রক্তবীজ ২’ ছবিকে কীভাবে ব্যাখ্যা করলেন কৌশিক?
আরও পড়ুন: 'আমি তো অতিথি...', নিজের বাড়ির পুজোয় কীভাবে সময় কাটান ডোনা?
চলতি বছরেই অভিনেত্রীর একটি পোস্ট ভীষণভাবে ভাইরাল হয়েছিল যা দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন রাজদীপ গুপ্তের সঙ্গে এখন হয়তো আর সম্পর্কে নেই তিনি। যদিও এই বিষয় নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি বা তারকারাও কিছু ঘোষণা করেনি তবে মনে করা হচ্ছে, এখন সিঙ্গল জীবনযাপন অতিবাহিত করছেন তন্বী।