‘রক্তবীজ ২’ ছবি বড় পর্দায় মুক্তি পাওয়ার পরেই যেন ধন্য ধন্য রব পড়ে গিয়েছে চারিদিকে। একদিকে অঙ্কুশ আবিরের অসামান্য অভিনয় অন্যদিকে মিমি এবং কৌশানির সহযোগিতা, সব মিলিয়ে এই ছবিটি কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসা। এর মধ্যেই এবার নিজের চরিত্র নিয়ে খোলামেলা আলোচনা করলেন শ্রীময়ী চট্টরাজ।
ছবিতে নূর বিবি নামক একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। সেই লুক প্রকাশ্যে এনে একটি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘রক্তবীজ ২ ছবিতে আমার অভিনীত চরিত্রের নাম নূর বিবি। এর আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি আমি। যে চরিত্রে এই ছবিতে অভিনয় করেছি সেটি একদম বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্য ঘটনা অবলম্বনে একটা চরিত্র।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অভিনেত্রী লেখেন, ‘যেখানে বর্তমান পরিস্থিতিতে মানুষ ভুয়া পরিচয় পত্র তৈরি করছে, অনবরত ক্রাইম করে চলেছে, সেখানে নূরবিবি চরিত্রটা সেরকমই কিছু দৃশ্য তুলে ধরেছে ছবির মাধ্যমে। যারা রক্তবীজ ২ দেখেছেন, তারা হয়তো এই চরিত্র তার সম্পর্কে জানতে পেরে গিয়েছেন।’
কাঞ্চন পত্নী লেখেন, ‘আসলে আমরা তো অভিনেত্রী এবং প্রত্যেকটা শিল্পীরা চাই ভালো ভালো চরিত্রে নিজেদের যাপন করতে, তার ওপর আবার যদি সেটা হয় উইন্ডোজ প্রোডাকশন হাউজ, তাহলে তো আর কথাই নেই। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় সঙ্গে আমারও কাজ করার খুব ইচ্ছা ছিল। এনাদের হাত ধরেই বড়পর্দায় অভিনয় করা মানে আমার জার্নিটা আরও একধাপ এগিয়ে গেল।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
সবশেষে তিনি লেখেন, 'সব মিলিয়ে ২০২৫ সালের দুর্গাপুজোটা আমার কাছে অন্যরকম। এই বছর দুর্গাপুজোয় রক্তবীজ ২ মুক্তি পেয়েছে, যেখানে আমাকে শিবুদা, নন্দিতাদি, জিনিয়াদি নুরি বিবির মতো ইন্টারেস্টিং একটি চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। আমি ওনাদের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা সবাই 'রক্তবীজ ২' কে অনেক ভালোবাসা দিচ্ছেন। এখনো যারা দেখেননি, তারা সপরিবারে গিয়ে রক্তবীজ ২ দেখুন, আপনাদের সবার জন্য অসাধারণ চমক অপেক্ষা করে আছে।'