সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের বাড়িতে ধুমধাম করে প্রতিবছর অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। প্রতিবছরের মতো এই বছরেও তার অন্যথা হবে না। বাড়ির সকলে মিলে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পুজোর আয়োজন। তাহলে কি দুর্গাপুজোর কয়েকদিন বাড়িতেই পূজোর ব্যস্ততায় কাটবে ডোনা গঙ্গোপাধ্যায়ের?
সম্প্রতি টলি ইনসাইড এই প্রসঙ্গে ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘পুজোয় আলাদা করে ব্যস্ততার কিছুই থাকে না। আমি বাড়িতে শুধুমাত্র অতিথি। সেজেগুজে অঞ্জলি দি। এইটুকুই। ওই গেট অ্যাপিয়ারেন্স আর কি।’
ডোনা গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘আমার অনেক শাশুড়িরা আছেন। আমার শাশুড়িরা ৫ জন, আমার পিসি শাশুড়িরা সাতজন। মানে অনেকেই আছেন পুজোর জোগাড় করার জন্য। আর ভগবান ওদের ভালো রেখেছেন, ফিট রেখেছেন, তাই আলাদা করে আমাদের আর কাজ করতে হয় না। সবটাই ওরাই সামলে নেন।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের এই কথার ভঙ্গি নিয়েও সোশ্যাল মিডিয়ায় উঠেছে উপহাসের ঝড়। একজন কমেন্ট করে লিখেছেন, ‘অনেক শাশুড়িরা? এটা বাংলা উচ্চারণ? এই রকম কথা বললেই স্ট্যাটাস বজায় থাকে? এত ভুল এবং খারাপ বাংলা বললেও আপনাদের কেউ ট্রল করে না।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
একজন আবার লিখেছেন, ‘বাড়ির বয়স্ক মানুষগুলো কাজ করেন উনি নিজে একটু হাত লাগালে তো কষ্টটা ভাগাভাগি হয়ে যায়। তা নয়, শুধু সেজেগুজে পুজো অ্যাটেন্ড করেন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘আপনিও তো একটু কাজ করতে পারেন।’
এর আগেও একাধিক বিষয় নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় মন্তব্য রাখতেই শুরু হয়ে যায় উপহাসের ঝড়। কখনও সমাজে চলতে থাকা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কখনও আবার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ট্রোলের শিকার হতে হয়েছে ডোনাকে। এবারেও তার অন্যথা হলো না।