জি বাংলার ‘নিম ফুলের মধু’র 'পর্ণা' পল্লবী শর্মা যে আবার ছোটপর্দায় ফিরছেন তা আগেই শোনা গিয়েছিল। জানা গিয়েছিল তাঁর বিপরীতে দেখা যাবে ‘গৌরী এল’ ধারাবাহিকের ‘ঈশান’ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। জানা গিয়েছিল তাঁদের এই মেগা জি বাংলাতেই আসছে। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের প্রথম প্রোমো।
আরও পড়ুন: পুজোর আড্ডা দিতে দিতেই মেয়ে কাব্যকে চুল বেঁধে দিলেন মা কোয়েল! ছেলে কাব্যকে শেখালেন শাঁখ বাজানো
মঙ্গলবার মহাষ্টমীর আবহে জি বাংলা তাদের নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ্যে এনেছেন। ১৫ সেকেন্ডের একটি প্রোমো রিলিজ করা হয়েছে। প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা নৌকার ছই, সেখানে একটা লন্ঠন ঝুলছে। চারিদিক ঢাকা কুয়াশার চাদরে। তার মাঝেই নৌকার উপর দাঁড়িয়ে এক ব্যক্তি। তাঁর মুখ অবশ্য দেখা যায়নি। কিন্তু দেখে ঠিকই আন্দাজ করা যাচ্ছে তিনি বিশ্বরূপ। আবহে তখন ‘দেখেছি রূপসাগরে মনের মানুষ…’ গান।
তারপরই সেই কুয়াশার মধ্যে জলে উপর শাপলার মাঝে এক নারী অবয়বের দেখা মেলে। দেখে মনে হয় সে অচেতন অবস্থায় রয়েছে। তারপর অল্প অল্প করে কুয়াশা কাটতে থাকে, তার মধ্যেই হালকা হালকা পল্লবীর মুখ বোঝা যায়। এরপরই জলের মধ্যে নৌকায় নায়ককে দেখা যায়। ফুটে ওঠে ধারাবাহিকের নাম ‘তারে ধরি ধরি মনে করি'।
আরও পড়ুন: ছেলে ইউভানের সঙ্গে ঢাক বাজালেন শুভশ্রী! কোলে ইয়ালিনিকে নিয়ে কোমর দোলালেন রাজ
প্রসঙ্গত, ‘গৌরী এলো’ ধারাবাহিক শেষ হওয়ার প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন বিশ্বরূপ। রুক্মিণী মৈত্রের সঙ্গে ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমায় এবং বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ‘মেখলা’ ছবিতে অভিনয় করেছেন বিশ্বরূপ। এছাড়াও ওটিটি প্লাটফর্মে অভিনয় করতে দেখা যায় বিশ্বরূপকে। সম্প্রতি জি ফাইভ বুলেট অ্যাপের মাইক্রো সিরিজ ‘ছায়াসঙ্গী’ সিরিজে শ্রুতি দাস এবং রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল বিশ্বরূপকে। অন্যদিকে, পল্লবীও এবার নিজেকে নতুন আঙ্গিকে সবার সামনে মেলে ধরার জন্য প্রস্তুত।
সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্র নাম হতে চলেছে ‘গোরা’। এই চরিত্রটি সাংসারিক জীবনের থেকে বেশি পছন্দ করে আধ্যাত্মিক জগতকে। কিন্তু এই গোরার সঙ্গেই দেখা হয় ‘রূপমঞ্জুরী’ অর্থাৎ পল্লবীর। তারপর কি সে সাংসারিক জীবনের মোহ ত্যাগ করতে পারবে? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের গল্পে। ধারাবাহিকটির গল্প বোনা হয়েছে নবদ্বীপের প্রেক্ষাপটে।