পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কোয়েটায় এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে দশ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কোয়েটার জারঘুন রোডে ফ্রন্টিয়ার কোরের সদর দফতরের কোণে এই বোমা বিস্ফোরণ ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে মডেল টাউন এবং সংলগ্ন এলাকা জুড়ে এর আওয়াজ শোনা গিয়েছিল এবং আশেপাশের বাড়ি ও ভবনের জানালার কাচ ভেঙে যায় এর জেরে।
এই বিস্ফোরণের কিছুক্ষণ পরেই এলাকায় গুলির আওয়াজও শোনা যায়। এর জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তানের আজ নিউজের এক প্রতিবেদন অনুসারে, উদ্ধারকারী দল এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অনুসন্ধান অভিযানের জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি সিসিটিভি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত রাস্তার পাশে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। তারপরই গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এছাড়া আরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে অনেক দূরে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।
কোয়েটার স্পেশাল অপারেশনস বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মহম্মদ বালোচ পাক সংবাদমাধ্যম ডন-কে জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কোর সদর দফতরের কাছে হালি রোডের দিকে মোড় নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। এই বিস্ফোরণের পরপরই শহরের বিভিন্ন হাসপাতালগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণের জন্য তদন্তও শুরু করেছে। বালোচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকারের মতে, হামলায় ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং পাঁচজন চিকিৎসার সময় হাসপাতালে মারা গেছেন। এদিকে ঘটনায় ৩২ জ জখম হয়েছেন। ফ্রন্টিয়ার কোরের একাধিক সদস্য এই হামলায় হতাহত হয়েছেন বলে জানা যাচ্ছে।