দুর্গাপুজোর প্রতিটি দিনেই মণ্ডপে উপচে পড়ছে দর্শকের ভিড়। এই ভিড়ের ফলে তৈরি হয় বিপুল পরিমাণ আবর্জনা, যা পুরনিগমের জন্য প্রতিনিয়ত চাপের কারণ হয়ে দাঁড়ায়। তবে এবার টালা প্রত্যয় পুজো কমিটি একটি স্বতন্ত্র উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে তারা নিজেরাই তাদের মণ্ডপে তৈরি হওয়া জঞ্জাল প্রক্রিয়াকরণের উদ্যোগ নিয়েছে। এটিকে নজিরবিহীন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: অষ্টমীর সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট মমতার, নেপথ্যে 'পুজো রাজনীতি'?
অনেকেই বলছেন কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এটি এক নজিরবিহীন পদক্ষেপ। টালা প্রত্যয়ের এই কর্মযজ্ঞের নামকরণ করা হয়েছে 'ইকোজেনিক'। এই প্রকল্পের আওতায় পুজোর সময় ও পরে উৎপন্ন সমস্ত আবর্জনা আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণ হবে। মণ্ডপের অদূরেই বসানো হয়েছে একটি অত্যাধুনিক যন্ত্র, যা প্রতিদিন প্রায় ১০ টন জঞ্জাল প্রক্রিয়াকরণের সক্ষমতা রাখে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া বায়োমাস প্যালেট পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশবান্ধব।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই প্যালেটগুলো বিভিন্ন কলকারখানা বা বিদ্যুৎ প্রকল্পের ফার্নেসে জ্বালানির হিসেবে ব্যবহার করা যাবে। এটি শুধুমাত্র আবর্জনা কমাবে না, বরং পরিবেশের উপর নেতিবাচক প্রভাবও কমাবে। মেয়র জানান, কলকাতা পুরনিগম পুরো প্রক্রিয়ার উপর নজর রাখবে। যদি এই উদ্যোগ সফল হয়, তবে শহরের অন্যান্য এলাকাতেও এই পদ্ধতি প্রয়োগ করা হবে। পুজোর সময় আশেপাশের অন্যান্য মণ্ডপ থেকে উৎপন্ন জঞ্জালও সংগ্রহ করে এই যন্ত্রে প্রক্রিয়াকরণের জন্য নিয়ে আসা হচ্ছে।
টালা প্রত্যয়ের কর্ণধার ধ্রুবজ্যোতি সাহা (শুভ) বলেন, তাঁদের লক্ষ্য শুধু দুর্গাপুজোর সৌন্দর্য দেখানো নয়, বরং সামাজিক বার্তা দেওয়াও। তাঁরা চান, পুজোর আনন্দ এবং উৎসবের সঙ্গে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে পড়ুক। এই পদক্ষেপের মাধ্যমে টালা প্রত্যয় মণ্ডপ শুধুমাত্র দর্শনীয় নয়, বরং পরিবেশ সচেতন ও উদ্ভাবনী দৃষ্টিকোণেও অনন্য হয়ে উঠেছে। শহরের দুর্গাপুজোর ইতিহাসে এই উদ্যোগকে ইতিবাচক নজির হিসেবে বিবেচনা করা হচ্ছে।