এশিয়া কাপ জয়ের পর এসিসি প্রধান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি ভারতীয় দল। এদিকে পাকিস্তান দলের অনুপস্থিতির কারণে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী বিলম্বিত হয়েছিল। এরই মাঝে ক্রিকবাজের রিপোর্টে দাবি করা হচ্ছে, এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি ভারতের হাতে ট্রফি তুলে দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের পদক নেওয়ার পরে উপস্থাপক সাইমন ডুল ঘোষণা করেন যে, এসিসির তরফ থেকে তাঁকে জানানো হয়েছে যে ভারত আজ তাদের ট্রফি সংগ্রহ করবে না। এদিকে স্টেডিয়াম ছেড়ে চলে যান নকভিও। তিনি ট্রফি এবং ভারতীয় দলের মেডেল এসিসি সদর দফতরেও পাঠাননি বলে অভিযোগ।
এই আবহে এবার রিপোর্টে দাবি করা হল, একই শর্তে ভারতকে এশিয়া কাপ ট্রফি এবং মেডেল হস্তান্তর করতে রাজি নকভি। তাঁর শর্ত, আনুষ্ঠানিক ভাবে তিনি ভারতীয় ক্রিকেটারদের হাতে ট্রফি এবং মেডেল তুলে দেবেন। তবে নকভির এই শর্তে ভারত রাজি হবে না, তা বলাই বাহুল্য। এই আবহে ক্রিকেটে কূটনীতিক লড়াই জারি থাকবে দুই দেশের মধ্যে। উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির থেকে যে ভারত এশিয়া কাপ ট্রফি নেবে না, তা আগেই জানিয়ে দিয়েছিল। এদিকে নিজেই ট্রফি দেবেন, অন্যের হাত দিয়ে তিনি ভারতকে ট্রফি নিতে দেবেন না, এটা স্থির করে রেখেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
এদিকে পুরস্কার বিতরণীতে ট্রফি না পেয়েও উল্লাস দেখা যায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। টি২০ বিশ্বকাপের পরে রোহিত শর্মা যেভাবে মেসিকে অনুকরণ করে ট্রফি নিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন, সূর্যকুমার যাদবও খালি হাতে সেই অঙ্গভঙ্গি করেন। তাঁর হাত এমন ভাবে রাখা ছিল, যেন মনে হচ্ছিল তাঁর হাতে ট্রফি আছে। এমনকী ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও হাত উঁচিয়ে উল্লাসে ফেটে পড়েন। পোডিয়ামের পিছনে তখন আগুনের ফুলটি ছুটছে। পরে সোশ্যাল মিডিয়ায় ট্রফির ইমোজির সঙ্গে ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটাররা।