ভারতীয় ব্যাটারদের হাতে মার খেয়েও শিক্ষা হয়নি। পরপর ম্যাচ হেরেও শিক্ষা হয়নি। জরিমানাতেও শিক্ষা হয়নি। শেষ পর্যন্ত জসপ্রীত বুমরা দিলেন 'শিক্ষা'। ক্রিকেট মাঠে ভারতের বিরুদ্ধে 'শূন্য' পেয়েছেন তিনি। তবে অঙ্গভঙ্গি করে পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে হিরো হতে চাইছেন হারিস। যে হ্যারিস রউফ ৬-০ দেখিয়ে চিৎকার করছিল এবং যুদ্ধবিমান পড়ে যাওয়ার মতো হাত দেখাচ্ছিল, তাকেই শেষ ওভারে পিটিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। হারিস চার ওভার সম্পূর্ণ না করেও ৫০ রান দেন। তবে এর আগে অভিষেক শর্মার ক্যাচ ধরে গতকাল ফের বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করেছিলেন হারিস। তবে এই সবের আগে ভাইরাল হয়েছে রউফকে দেওয়া বুমরার 'জবাব'।
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে তারা। দশম ওভারে গিয়ে ৮৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তারপরও ভালো এগোচ্ছিল পাকিস্তান। ১২.৪ ওভারে পাকিস্তানের স্কোর ছিল এক উইকেটে ১১৩ রান। সেখান থেকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে। এদিকে হারিসকে এক দুর্দান্ত ইয়র্কার দিয়ে আউট করেছিলেন বুমরা। এবং হারিস আউট হতেই তাঁর সেই বিমান ভেঙে পড়ার অঙ্গভঙ্গি করে জবাব দেন বুমরা। আর বুমরার এই অঙ্গভঙ্গি নিয়ে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি স্পষ্ট ভাষায় লেখেন, 'পাকিস্তানের এই শাস্তি প্রাপ্য।'
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে তারা। দশম ওভারে গিয়ে ৮৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তারপরও ভালো এগোচ্ছিল পাকিস্তান। ১২.৪ ওভারে পাকিস্তানের স্কোর ছিল এক উইকেটে ১১৩ রান। সেখান থেকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে।
এদিকে ভারত ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে। দুই ওপেনার সহ ভারতের ৩ উইকেট পড়ে যায় মাত্র ২০ রানেই। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা হাল ধরেন। চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন সঞ্জু স্যামসন এবং তিলক। তবে সঞ্জুও আউট হয়ে যান। এরপর শিবম দুবে এবং তিলক ভারতকে টানতে থাকেন। শিবম ২২ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষে রিঙ্কু একটি বল খেলেই উইনিং রান করেন হারিস রউফকে চার মেরে। গতকাল ফাইনালে ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচের নায়ক ভারতের তিলক বর্মা।