হাড্ডাহাড্ডি লড়াই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গোটা টুর্নামেন্টেই ভারতের হয়ে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন দু'জন খেলোয়াড় - বল হাতে কুলদীপ যাদব এবং ব্যাট হাতে অভিষেক শর্মা। এবং গতকাল ফাইনালের পরে তাঁদের দুজনের হাতেই উঠল পুরস্কার। টুর্নামেন্টে ১৭ উইকেট নেওয়া কুলদীপ যাদব পেলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার। সঙ্গে ১৫ হাজার ডলার মূল্যের চেক (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা)। এদিকে টুর্নামেন্টে ৩০০-র ওপর রান করা অভিষেক শর্মা হয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তিনিও পেয়েছেন ১৫ হাজার ডলারের চেক। সঙ্গে একটি এসইউভি গাড়ি।
এদিকে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিলক বর্মা। তিনি পেয়েছেন ৫ হাজার ডলারের চেক (ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪ লাখ টাকা)। এদিকে ফাইনালে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ পুরস্কার উঠেছে শিবম দুবের হাতে। ভারতীয় দলকে অবশ্য জয়ী দলের চেক দেওয়া হয়নি প্রেজেন্টেশনে। রানার্সআপ দল হিসেবে পাকিস্তান দলকে দেওয়া হয়েছে ৭৫ হাজার ডলারের চেক (ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা)।
উল্লেখ্য, রবিবার এশিয়া কাপে টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৪৫ রান তুলে ফেলে তারা। দশম ওভারে গিয়ে ৮৪ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তারপরও ভালো এগোচ্ছিল পাকিস্তান। ১২.৪ ওভারে পাকিস্তানের স্কোর ছিল এক উইকেটে ১১৩ রান। সেখান থেকে ১৯.১ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায় পাকিস্তান। তাদের শেষ ৯ উইকেট পড়ে মাত্র ৩৩ রানে।
এদিকে ভারত ব্যাট করতে নেমে প্রথমেই চাপে পড়ে। দুই ওপেনার সহ ভারতের ৩ উইকেট পড়ে যায় মাত্র ২০ রানেই। তারপর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা হাল ধরেন। চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন সঞ্জু স্যামসন এবং তিলক। তবে সঞ্জুও আউট হয়ে যান। এরপর শিবম দুবে এবং তিলক ভারতকে টানতে থাকেন। শিবম ২২ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আর শেষে রিঙ্কু একটি বল খেলেই উইনিং রান করেন হারিস রউফকে চার মেরে। গতকাল ফাইনালে ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচের নায়ক ভারতের তিলক বর্মা।