মাস কয়েকের বিরতির পর পুজোর মধ্যেই ফের উত্তপ্ত হল জগদ্দল। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গভীর রাতে চলল গুলি, বোমাবাজি। থেমে থাকেনি সেখানেই, ভাঙচুর চালানো হয়েছে তাঁর ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িতেও। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফও।
আরও পড়ুন: নেপালের মতো বাংলায় ঘণঅভ্যুত্থানের ডাক অর্জুনের, বড় পদক্ষেপের পথে তৃণমূল
জানা যাচ্ছে, রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ মেঘনা মোড় এলাকায় আচমকাই শুরু হয় বোমাবাজি। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে অর্জুন সিংয়ের বাড়ি। বিজেপি নেতার অভিযোগ, শুধু বোমা নয়, দুষ্কৃতীরা ধারাবাহিকভাবে গুলিও চালায়। অর্জুন সিং সংবাদমাধ্যমকে জানান, তিনি তখন বাড়িতে টিভি দেখছিলেন। বাইরে হঠাৎ চিৎকার শুনে জানতে পারেন, পুজো মণ্ডপে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়েছে। সেখানে পুলিশও মোতায়েন ছিল। কিছুক্ষণ পরই দেখেন মন্দিরের দেওয়ালের ওপার থেকে বোমা ছোড়া হচ্ছে, গুলিও চলছে। তাঁর কাছে পুরো ঘটনার ভিডিয়ো আছে। তখন পুলিশ পালাতে শুরু করে। তবে তিনি তেড়ে যেতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।
অভিযোগ, এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্জুন সিংয়ের ভাইপোর গাড়ি। অভিযোগ, গাড়িটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, জানলার কাচ ভাঙচুর করা হয়। পুরো ঘটনাকে পূর্বপরিকল্পিত আক্রমণ বলে দাবি করেছেন বিজেপি নেতা। এদিকে রাতেই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ঠিক কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গভীর রাতে বোমা-গুলির তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দলে।