স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে মৃত্যু হল দেড় বছরের নিষ্পাপ শিশু। অভিযোগ, রাগের মাথায় নিজের কন্যাসন্তানকে মাটিতে আছাড় মেরে খুন করেন বাবা। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের শোকের ছায়া ওই পরিবারে। সন্তান খুনে অভিযুক্ত সেই বাবারও মৃত্যু হি ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের দেবীদাসপুরে।
আরও পড়ুন: সপ্তমীতে ভয়ঙ্কর কাণ্ড, মালদায় দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন, আত্মঘাতী হলেন মা
জানা যাচ্ছে, মৃত শিশুকন্যার নাম সুলাইমা খাতুন। তাঁর বাবার নাম নাঈম আখতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় পরিবারের অন্য সদস্যদের সামনেই নিজের দেড় বছরের শিশুকন্যাকে মাটিতে আছাড় মেরে দেন নাঈম। গুরুতর আহত অবস্থায় সুলাইমাকে দ্রুত জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই মৃত্যু হয় তার। মেয়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভেঙে পড়েন অভিযুক্ত নাঈম। স্থানীয় সূত্রের দাবি, তিনি পাগলের মতো এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকেন। এর কিছুক্ষণের মধ্যেই খবর আসে, সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এলাকায় রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নাঈম আখতারের। প্রাথমিকভাবে অনুমান, মেয়ের মৃত্যুর শোকে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন। তবে পুলিশ আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে।
সোমবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিহত শিশুর মা সুলেখা খাতুন অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর নির্যাতন চালাত। এমনকি নাঈম তাঁকে ডিভোর্স দেওয়ার হুমকিও দিয়েছিল। এই পারিবারিক অশান্তির জেরেই শেষ পর্যন্ত প্রাণ গেল তাঁর ছোট্ট মেয়ের। একসঙ্গে স্বামী ও কন্যাকে হারিয়ে ভেঙে পড়েছেন সুলেখা খাতুন। শিশুর মৃত্যু ও বাবার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।