পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার কারণে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে কড়া ভাষায় আক্রমণ আম আদমি পার্টির। আপ নেতা এবং দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ সূর্যকুমার যাদবকে প্রথমে ম্যাচ ফি পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে দান করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। সূর্য অবশ্য নিজে থেকেই পুরো টুর্নামেন্টের ম্যাচ ফি সেনা এবং পহেলগাওঁ কাণ্ডে ক্ষতিগ্রস্তদের দান করার ঘোষণা করেন ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে।
আর এবার পরোক্ষভাবে পাকিস্তানি অধিনায়ক সলমন আঘাকে নিয়ে মন্তব্য করে সূর্যকুমার যাদবকে নিশানা করন সৌরভ ভরদ্বাজ। 'অপারেশন সিঁদুর'-এর কারণে নিহতদের পরিবারকে সলমন আঘা ম্যাচ ফি দান করার খবর শেয়ার করে সৌরভ লিখেছেন, 'পাকিস্তান অধিনায়ক তাঁর ম্যাচ ফি-র কয়েক লাখ টাকা দান করবেন। তাতে তাঁর দেশের অনেক উপকার হবে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে শত শত কোটি টাকা আয় করেছে, যা সম্প্রচার থেকে উপার্জন করা হয়েছে, বিজ্ঞাপন থেকে এসেছে, তা তারা দান করবে না। কারণ এটি একটি ব্যবসা, কিন্তু এটি একটি নোংরা ব্যবসা। এই খেলোয়াড়রা সরকার এবং রাজনীতির ছোট ঘুঁটি - জনগণকে বোকা বানাতে থাকুন।'
ধারণা করা হচ্ছে, সূর্য এশিয়া কাপ টুর্নামেন্টের সমস্ত ম্যাচ ফি পহেলগাঁও হামলায় নিহতদের পরিবার ও সশস্ত্র বাহিনীকে দান করার ঘোষণার পরে সলমন আঘার নাম নিয়ে সৌরভ ভরদ্বাজ বিসিসিআইকে টার্গেট করেছেন। এর আগে অবশ্য সূর্যকে 'তুই-তোকারি' করেন সৌরভ। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। উল্লেখ্য, আম আদমি পার্টির দাবি ছিল, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ খেলাই উচিত হয়নি। অবশ্য বিসিসিআইয়ের যুক্তি ছিল, ভারত যদি এই খেলা বয়কট করে, পরবর্তীতে কমনওয়েলথ গেমস বা অলিম্পিকের মতো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাবে না তারা। এই আবহে সূর্যরা পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেও কোনও পাক ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি। এমনকী টুর্নামেন্ট জিতে পিসিবি তথা এসিসি চেয়ারম্যান মহসিন নকভির থেকে ট্রফি পর্যন্ত নিতে অস্বীকার করে ভারতীয় দল।