২৬/১১ মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ না নেওয়ার কথা ভেবেছিল ভারত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র-সহ আন্তর্জাতিক চাপ এবং সিনিয়র কূটনীতিকদের পরামর্শে শেষ পর্যন্ত পিছিয়ে আসে তৎকালীন ইউপিএ সরকার। এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। আর তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপি কটাক্ষ করে বলেছে, বিদেশি শক্তির কাছেই যে মাথা নুইয়েছিল কংগ্রেস সরকার তা এতদিনে স্বীকার করল তারা।
আরও পড়ুন-স্বস্তির বার্তা ভারতীয়দের! H-1B ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প সহযোগীর
একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পি চিদম্বরম বলেন, '২০০৮ সালে ২৬/১১-র পর গোটা বিশ্ব দিল্লিতে নেমে এসেছিল। সবাই বলছিল যুদ্ধ শুরু করো না। মার্কিন মার্কিন বিদেশচিব কন্ডোলিজা রাইস এসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আমাকে বলেছিলেন, দয়া করে প্রতিক্রিয়া দেখাবেন না।' তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে সামরিক প্রতিক্রিয়া দেওয়া হবে না। বিদেশ মন্ত্রক ও আইএফএস আধিকারিকদের মতামতই এই সিদ্ধান্তে মুখ্য ভূমিকা নিয়েছিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ লস্কর-ই-তৈবা জঙ্গি মুম্বইয়ে একযোগে হামলা চালিয়ে ১৭৫ জনকে হত্যা করেছিল। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাজমহল হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল ও নরিমন হাউস-এই সব জায়গায় হামলা চালানো হয়েছিল। ধৃত জঙ্গি আজমল কাসাবকে ২০১২ সালে ফাঁসি দেওয়া হয়।
আরও পড়ুন-স্বস্তির বার্তা ভারতীয়দের! H-1B ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প সহযোগীর
এদিকে, পি চিদাম্বরমের মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, '১৭ বছর পর, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম স্বীকার করেছেন যে দেশ জানত বিদেশি চাপের কারণে ইউপিএ সরকার মুম্বই হামলার মোকাবিলা সঠিকভাবে করতে পারেনি। আজ স্বয়ং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তা স্বীকার করলেন।' বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেন, পি চিদাম্বরম শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চাইছিলেন, কিন্তু অন্যরা তাঁকে থামিয়ে দেয়। তিনি প্রশ্ন তোলেন, 'সনিয়া গান্ধী না কী তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং চিদাম্বরমকে আটকে দিয়েছিলেন? ইউপিএ সরকার কেন কন্ডোলিজা রাইসের কথায় চলছিল?' তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস পাকিস্তানকে মুম্বই হামলা ও ২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণে ‘ক্লিন চিট’ দিয়েছিল এবং একই সঙ্গে ‘হিন্দু সন্ত্রাস’ বয়ানকে সামনে এনেছিল। বিজেপির দাবি, পাকিস্তান বারবার সন্ত্রাসী হামলা চালালেও ইউপিএ সরকার ইসলামাবাদকে মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা দিয়েছিল এবং আজও কংগ্রেস ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করে।