নেপালের জেন জি-র মতো যেন তামিলনাড়ুতেও 'শয়তান সরকারের' বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়। এমনই দাবি করলেন বিজয়ের টিভিকে পার্টির নেতা আধব অর্জুনের। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন অর্জুন। পরে বিতর্কের আবহে তিনি নিজের পোস্ট মুছে ফেলেন। এদিকে ডিএমকে সাংসদ কানিমোঝি অভিযোগ করেন, এই ধরনের পোস্ট খুবই 'দায়িত্বজ্ঞানহীন' এবং এর থেকে 'হিংসা ছড়াতে পারে'।
প্রসঙ্গত, বিজয়ের জনসভায় পদপিষ্ট হওয়ার ঘটনার নেপথ্যে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে রয়েছে বলে অভিযোগ করেছে টিভিকে। এই আবহে রাজনৈতিক তরজা তুঙ্গে। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন টিভিকে নেতা আধব অর্জুনা। বিজয়কে যাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যেতে তামিলনাডু সরকার বাধা না দিতে পারে, এই মর্মে আদালতে মামলাও দায়ের করা হয়েছে টিভিকে-র তরফ থেকে। এই আবহে ডিএমকে-র সরকারের বিরুদ্ধে জেন জি-দের উস্কে দেওয়ার অভিযোগ উঠল টিভিকে নেতা অর্জুনের বিরুদ্ধে।
উল্লেখ্য, তামিলনাড়ুর কারুরে তামিলগা ভেট্রি কাঝাগামের (টিভিকে) একটি সমাবেশে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ৪১ জনের মধ্যে ১০ জন শিশু। আর ১৮ জন মহিলা। করুরের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিশন তৈরি করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশন সেই কমিশনের নেতৃত্বে আছেন। শনিবারের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তামিলনাড়ু পুলিশ প্রধানের বক্তব্য, বিজয় দেরি করে এসেছিলেন মিছিলে। যে কারণে ভিড় আরও বাড়তে থাকে। তামিলনাড়ুর ডিজিপি ইনচার্জ জি ভেঙ্কটরামনের মতে, অভিনেতা-রাজনীতিবিদ সন্ধ্যা সাড়ে ৭টায় সভাস্থলে পৌঁছান। যদিও অনুষ্ঠানটি দুপুর ৩টে থেকে শুরু হওয়ার কথা ছিল। এই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পাশাপাশি পুলিশের দাবি, আয়োজক সংস্থা ১০ হাজার মানুষের জমায়েতের আভাস দিয়ে একটি মাঠ চেয়েছিল। কিন্তু তার কয়েকগুণ বেশি লোক সেখানে পৌঁছে গিয়েছিল।
এদিকে জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় টিভিকে নেতাকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ। রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় টিভিকে-র জেলা সম্পাদক মাথিয়াঝাগানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড-সহ একাধিক ধারায় মামসা রুজু করা হয়েছে। এদিকে এই ঘটনায় টিভিকে-র সাধারণ সম্পাদক বাসি আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল সেকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এক পুলিশ অফিসারের অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে।