বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। কেরিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের জন্যও চর্চায় থাকেন বচ্চন বধূ। তবে অভিষেক ঘরণী হিসাবে নয়, অ্যাশ নিজের পরিচয় গড়েছেন নিজের কাজ দিয়েই। সৌন্দর্যের পাশাপাশি নিজের বুদ্ধিমত্তা এবং মিষ্টি স্বভাবের জন্যও খবরের শিরোনামে থাকেন রাই সুন্দরী। অভিনেত্রী বহুবার তার ভক্তদের প্রতি স্নেহ এবং ভালবাসা দেখিয়েছেন। অভিনেত্রীর এই আচরণ মানুষের মন জয় করেছে। এখন এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে ঐশ্বর্যর আচরণে মুগ্ধ সক্কলে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অ্য়াশের এক মহিলা ভক্ত তাঁকে দেখে অঝোরে কাঁদছেন। প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন অ্যাশ, সেই সময়কার ভিডিয়ো ওটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসছেন। তখনই কাঁদতে কাঁদতে হাজির হন এক ভক্ত। ব্যস্ততা সত্ত্বেও তৎক্ষণাৎ ওই মহিলা ফ্যানের কাছে এগিয়ে যান অ্যাশ। তাঁকে জড়িয়ে ধরে চোখের জল মুছলেন এবং সঙ্গে ছবি তোলেন। ঐশ্বর্যর মিষ্টি ব্যবহার মন জিতেছে নেটিজেনদের।
একজন ব্যবহারকারী ঐশ্বর্যকে দয়ালু বলে বর্ণনা করেছেন। একই সঙ্গে অন্য একজন ব্যবহারকারী লেখেন, বাকি অভিনেতাদের ঐশ্বর্যর কাছ থেকে শেখা উচিত ফ্যানেদের কীভাবে সম্মান দিতে হয়।
ঐশ্বর্যকে শেষ পর্দায় দেখা গিয়েছিল পোন্নিয়ান সেলভান ২-তে। মেয়ে আরাধ্যার জন্মের পর থেকে সন্তানই ঐশ্বর্যর ধ্যানজ্ঞান। হাতেগোনা ছবিতে কাজ করেন তিনি। সেই নিয়ে অবশ্য় আক্ষেপ নেই নায়িকার। গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি এবং অভিষেকের সঙ্গে ডিভোর্স চর্চার জেরে সংবাদ শিরোনামে থেকেছেন ঐশ্বর্য।