বাবা মা যদি অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই ছেলে মেয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। কিন্তু সম্প্রতি অক্ষয় কুমার জানান, তাঁর ছেলে চান না অভিনয় করতে। ছেলের স্বপ্ন পূরণের কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা।
অক্ষয় নিজে বলিউডের এমন একজন অভিনেতা যিনি কোনও তারকা সন্তান ছিলেন না। অক্ষয় তারকা সন্তান না হলেও তাঁর ছেলেকে অনায়াসে ‘নেপো কিড’ বলাই যায়। খুব স্বাভাবিকভাবেই তাই অন্য তারকা সন্তানদের মতো অক্ষয়ের ছেলেও সিনেমায় প্রবেশ করবেন বলেই ধারণা ছিল সকলের।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
যদিও শাহরুখ খানের ছেলে আরিয়ান সম্প্রতি পরিচালনায় ডেবিউ করে প্রমাণ করে দিয়েছেন, বাবা অভিনেতা হলেই ছেলেকে অভিনয়ে করতে হবে এর কোনও মানে নেই। পরিচালনার মাধ্যমেও দর্শকদের মন জয় করা যায়। আরিয়ানকে দেখার পর অনেকেই ভাবছেন অক্ষয় পুত্রও কী তাহলে তেমনই কিছু ভাবছেন?
সম্প্রতি এবিপি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় বলেন, ‘আমার ছেলে খুবই গম্ভীর প্রকৃতির। তবে আমি আমার ছেলে মেয়েকে বন্ধুর মতই দেখি। ওর এখন বয়স ২৩, খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠছে যেন। মায়ের মতই ভীষণ পড়াশোনা করতে ভালোবাসে আমার ছেলে। সবসময় পড়াশোনা নিয়েই থাকে, কোনও খারাপ অভ্যাস নেই।’
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘ও আমাকে সরাসরি বলেছে যে আমি সিনেমায় অভিনয় করতে চায় না। আমি চেয়েছিলাম ও আমার প্রযোজনা সংস্থা দেখাশোনা করুক কিন্তু তাতেও আগ্রহ নেই ওর। ও একজন ফ্যাশন ডিজাইনার হতে চায়। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে ও। আমিও চাই, ও যেটা করে খুশি হয় সেটাই করুক।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই যখন অক্ষয়ের ছেলে ২৩ বছর বয়সে পদার্পণ করল, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় লিখেছিলেন, ‘শুভ ২৩ তম আরভ! দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলে। তোমাকে ভীষণ ভালোবাসি। আমার জীবনের সেরা ২৩ বছরের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।’
উল্লেখ্য, সম্প্রতি অক্ষয়কে দেখা গিয়েছে ‘জলি এলএলবি ৩’ সিনেমাতে, যা বিশ্বব্যাপী ১২৭ কোটি টাকা আয় করেছে। এছাড়া তাঁকে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', পরেশ রাওয়াল এবং ওয়ামিকা গাব্বির সাথে প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’, সইফ আলি খানের সাথে ‘হেওয়ান’ এবং পরেশ রাওয়াল এবং সুনীলের সাথে বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ সিনেমায় দেখা যাবে।