এই মুহূর্তে দূর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ। ঠাকুর দেখার পাশাপাশি চলছে সিনেমা হলে সিনেমা দেখাও। তবে এর মাঝেই আগামী দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আরও বেশ কয়েকটি ছবির ঘোষণা হয়ে গিয়েছে।
কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে কোয়েল মল্লিক অভিনীত ছবি ‘স্বার্থপর’ সিনেমার টিজার। আগামী কালীপুজোয় মুক্তি পাবে এই ছবিটি। এবার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নতুন একটি সিনেমা নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার, যেখানে দেখা যাচ্ছে একটি বড় অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে একটি কণ্ঠ যিনি বলছেন, ‘জানিস আমার নাম দুর্গা কেন? আমি দুর্গতিনাশিনী বলে।’
মা নয়, বোন নয়, কারও কন্যাও নয়, অপরাজিতা এবার আসছেন একজন যোদ্ধা হয়ে শত্রুর বিনাশ করতে। দেবী দুর্গার সামনে খোলা চুলে দাঁড়িয়ে অপরাজিতার এই রূপ দেখে যেন মুগ্ধ হতে হয়। ছবিতে অন্যায়ের বিরুদ্ধে অপরাজিতার যে ভীষণ লড়াই দেখতে পাওয়া যাবে তা এই ছোট্ট কয়েক সেকেন্ডের মোশন পোস্টার দেখেই স্পষ্ট হয়ে গিয়েছে।
ছবির নাম ‘শ্রী দুর্গা’। নাম আর ছবি মুক্তির সময় প্রকাশ্যে এলেও অপরাজিতা ছাড়া এই ছবিতে আর কে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। তবে এই ছবির ঝলক দেখে ভীষণ খুশি সকলে। একের পর এক অন্য ধাঁচের বাংলা ছবি প্রকাশ্যে আসার পর আবারও বাংলা ছবি নিয়ে আশাবাদী দর্শকরা।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
সন্দীপ সাথী প্রযোজক সংস্থার সাথী ফিল্মস প্রযোজিত এই ছবিতে চোখে করুণা বা মমতা নিয়ে নয়, শক্তির রুপ হয়ে আসবে দুর্গা। তবে এই যুদ্ধ কার বিরুদ্ধে? আদৌ এই যুদ্ধে জয়লাভ হবে তো? সবকিছুই প্রকাশ্যে আসবে ধীরে ধীরে।
গতবছর শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘এটা আমাদের গল্প’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল অপরাজিতাকে। অভিনেত্রী মানসী সিনহা পরিচালিত এই ছবিতে শাশ্বত এবং অপরাজিতা ছাড়া অভিনয় করেছিলেন সোহাগ সেন এবং কনীনিকা বন্দ্যোপাধ্যায়।