মুখচোরা, গম্ভীর স্বভাবের জন্য মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় উপহাসের শিকার হতে হয় জয়া বচ্চনকে। কিন্তু এবার কাজলের বাড়িতে দুর্গাপূজোয় জয়া বচ্চনের ব্যবহার দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। হাসিমুখে শুধু কাজলের সঙ্গে নয়, সকলের সঙ্গেই কথা বলেছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, কাজলের বাড়িতে দুর্গাপুজোয় আমন্ত্রিত হয়ে এসেছেন জয়া বচ্চন। জয়া বচ্চন পরে রয়েছেন একটি সাদা রঙের বেনারসি এবং ম্যাচিং ব্লাউজ। অন্যদিকে হলুদ শাড়িতে সেজেছিলেন কাজল।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
আরও পড়ুন: মহাপঞ্চমীতে পুরোনো স্মৃতি আঁকড়ে, মায়ের হাতে বানানো শাড়িতে সাজলেন তন্বী
কাজলকে দেখেই জয়া বচ্চন এগিয়ে আসেন এবং তাঁকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। হাসিমুখে কাজলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন অভিনেত্রী। বহুদিন বাদে জয়া বচ্চনকে এমন খোজ মেজাজে দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। যদিও হাসিমুখে কথা বললেও আবারও কটাক্ষ করা হয় কাজল এবং জয়াকে নিয়ে।
পোষ্টের প্রতিক্রিয়ায় একজন লেখেন, কাজলের সঙ্গে দেখা করেই জয়া জি খুশি হয়ে গিয়েছেন। অন্য একজন লিখেছেন, দুজনে একই স্বভাবের মানুষ তাই একে অপরকে দেখে এত খুশি। তৃতীয় একজন লিখেছেন, এনাদের মা এবং মেয়ে হওয়া উচিত ছিল।
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
আরও পড়ুন: রেস্তোরাঁয় ছেলের ৮ মাস পূর্তি পালন রূপসার, কেক কেটে সেলিব্রেশন বিশেষ দিনের
অনেকেই ঐশ্বর্য রাই বচ্চনের অনুপস্থিতি তুলে ধরে বলেন, বৌমা সঙ্গে নেই কিন্তু অন্যকে দেখে এত ভালবাসা। কেউ কেউ বলেন, জয়া জির সঙ্গে থাকতে থাকতে কাজলেরও একই অবস্থা হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে' কভি খুশি কাভি গম' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন এই দুই মহারথী। এই বছরে শুরুতেও অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের মৃত্যুর সময় কাজলের সঙ্গে দেখা করতে আসেন জয়া। গত বছরেও দুর্গাপুজোর সময় কাজল এবং জয়াকে একসঙ্গে বহুক্ষণ গল্প করতে দেখা যায়।