মল্লিক বাড়ি মেতে উঠেছে মহাষ্টমীর মহাপুজোয়। আর তার মাঝেই সেই বাড়ির মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর দুই সন্তানকে নিয়ে একবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন। ঠাকুর দালানে বসেই বাঁধলেন মেয়ের চুল।
আরও পড়ুন: ‘আমার সঙ্গে ৩০ বার…’! অমিতাভের সঙ্গে কাজ ঋতুপর্ণর ছবিতে, অভিজ্ঞতা ভাগ করলেন যিশু
ডিসেম্বরে কোয়েল মল্লিকের কোল আলো করে এসেছে মেয়ে কাব্য। ছেলের কোলে মেয়ে, বড় আদরের। তবে তাকে এর আগে কখন সেভাবে সামনে আনেননি নায়িকা। তার নানা ঝলক দেখা গেলেও তার মুখ দেখা যায়নি। তাকে দেখার জন্য কোয়েলের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান করে সপ্তমীর দিন মেয়ের ছবি সামনে আনলেন নায়িকা! আর তারপরই মহাষ্টমীর দিন মেয়েকে নিয়ে অন্য মেজাজে ধরা দিলেন কোয়েল।
সিটি সিনেমার শেয়ার করা একটি ভিডিয়োয় কোয়েলকে ঠাকুর দালানে বসে মেয়ের চুল বাঁধতে দেখা গিয়েছিল। সরু লাল পাড় অফ হোয়াইট রঙের শাড়িতে দেখা যায় নায়িকাকে, সঙ্গে পরেছিলেন ম্যাচিং লাল ব্লাউজ। কপালে সিঁদুরের বড় লাল টিপ, হাতে সোনার বালা, চুড়ি, কানে সোনার দুল পরে দারুণ মিষ্টি দেখাচ্ছিল টলি কুইনকে। অন্যদিকে, মেয়ে কাব্য পরেছিল লাল রঙের একটি লহেঙ্গা। মাথায় আবার ছোট ছোট ঝুটিও বেঁধেছিল। তার মধ্যেই একটা ঝুটি খুলে যায়। ঠাকুর দালানে বসে পুজোর আনন্দ গায়ে মাখতে মাখতে, সকলের সঙ্গে মজা করে আড্ডা দিতে দিতে মেয়ের চুল বেঁধে দিচ্ছিলেন নায়িকা।
আরও পড়ুন: ছেলে ইউভানের সঙ্গে ঢাক বাজালেন শুভশ্রী! কোলে ইয়ালিনিকে কোমর দোলালেন রাজ
অন্যদিকে, অ্যাডিশনের শেয়ার করা একটি ভিডিয়োয় মেয়ে কাব্যর সঙ্গে ছেলে কবীরকেও দেখা যায়। সেও লাল পাঞ্জাবিতেই সেজে উঠেছিল। ভিডিয়ো আবার দেখা যায় ছোট্ট কবীর শাঁখ বাজাতে চেষ্টা করছে। কোয়েল নিজের হাতে সেই শাঁখ ধরে আছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবীরের জন্ম হয়। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর। তারপর গত বছরের পুজোয় নিজের দ্বিতীয়বার মা হতে চলার খবর ভাগ করে নেন নায়িকা। ডিসেম্বরে তাঁর কোলে আসে কাব্য।