শহর জুড়ে পুজোর আমেজ। আর এর মধ্যেই জন্মদিনের উদযাপন সারলেন বাংলার ইন্ড্রাস্টি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উইকিপিডিয়া অনুসারে ৬৩ তে পা দিলেন নায়ক। পুজোয় তাঁর ছবি মুক্তি পেয়েছে। ছবির প্রচার সামলে বিনোদিনী থিয়েটারে কেক কাটলেন নায়ক। পাশাপাশি ২৯ তারিখ বন্ধু তথা সহকর্মী প্রয়াত অভিনেতা তাপস পালের জন্মবার্ষিকী উপলক্ষ্যেও করলেন পোস্ট।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই সুস্মিতার সঙ্গে মহাষ্টমীতে অঞ্জলি দিলেন সাহেব! রংমিলান্তিতে নজরকাড়া 'কথাগ্নি'
মঙ্গলবার টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় নায়ক তাঁর ভক্তদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন। কালো পাড় দেওয়া সাদা পাঞ্জাবি, সাদা পাজামায় দেখা মেলে নায়কের। তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে বিনোদিনী থিয়েটারে দুটি কেক কাটেন অভিনেতা। তারপর তাঁর অনুরাগীরা নায়কের হাতে নানা উপহার তুলে দেন। একজন ভক্ত তাঁর নিজে হাতে আঁকা ছবি নায়ককে উপহার দেন। তাঁরা অভিনেতার পায়ে হাত দিয়ে প্রণামও করেন। তাঁর অনেক ভক্ত আবার তাঁকে ফুল উপহার দেন। তারপর ভক্তদের অনুরোধে তাঁদের ফোনে তাঁদের নিয়ে একাধিক সেলফিও তোলেন নায়ক।
তাছাড়াও সোমবার রাতে তিনি তাঁর বন্ধু প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন। কারণ ২৯ সেপ্টেম্বর ছিল তাপস পালের জন্মবার্ষিকী। একদিন আগে পরে জন্মদিন হাওয়ার কারণে একটা সময় তাঁরা একসঙ্গে তাঁদের জন্মদিন পালন করতেন। সেই স্মৃতির পাতা উল্টেই আগেবপ্রবণ প্রসেনজিৎ লেখেন, ‘এই মুহূর্তে আমরা দু’জন অনেক বছর একসঙ্গে কেক কেটেছি... তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন... খুব মনে পড়ছে আজ তোর কথা... খুব ভালো থাকিস রে।'
আরও পড়ুন: পল্লবীর নতুন মেগা 'তারে ধরি ধরি মনে করি'র প্রথম প্রোমো এল প্রকাশ্যে! নায়কের ভূমিকায় কে থাকছেন?
নায়কের পোস্ট দেখে তাঁর অনুরাগীরাও আবেগে ভাসেন। একজন লেখেন, ‘আমার খুব পছন্দের দুই অভিনেতা, একজন রাজনীতির যাঁতাকলে হারিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন আর একজন সম্বন্ধে ইন্ডাস্ট্রি নিয়ে যা বলবো তাই কম বলা হবে, শক্ত পরিপক্ক ও মজবুত কাঁধে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রির অনেক দায়িত্ব পালন করছেন, আমার বাবার নায়ক আমারও নায়ক আর আমার ছেলেরও নায়ক গুরুদেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়... জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই.. ভালো থাকুন..।’ আর একজন লেখেন, ‘আপনার এই শুভ জন্মদিনে আপনি এবং আপনার পরিবার নিরোগ দীর্ঘায়ু সম্পূর্ণ বিপদ মুক্ত হয়ে সুখে শান্তিতে আনন্দ খুশিতে থাকুন। এই শুভকামনা আমার।’