গত সপ্তাহের টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছিল কলকাতার একাধিক এলাকা। অনেক জায়গায় টানা তিন থেকে চার দিন ধরে জল নামেনি, ফলে ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। আর সেই সঙ্গে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। সেই অভিজ্ঞতার ক্ষত এখনও শুকোয়নি, এরই মধ্যে নতুন নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীর সময় অর্থাৎ দুর্গাপূজার মাঝেই ফের বৃষ্টি বাড়তে পারে শহরজুড়ে। ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: সকাল সকাল রোদ উঠেছে কলকাতার আকাশে, শহরের রাস্তায় জমা জল কি নেমেছে?
পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর, বৃষ্টি চলাকালীন ও পরে যাতে জল দ্রুত নামানো যায়, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় রাস্তায় ম্যানহোল ও গালিপিট পরিষ্কার রাখতে ১৭৬ জন কর্মী সর্বক্ষণ মোতায়েন থাকবেন। পাশাপাশি শহরের দু’টি গুরুত্বপূর্ণ আন্ডারপাস কাঁকুড়গাছি ও উল্টোডাঙা ঘিরে আলাদা নজরদারি থাকবে। এই দুটি আন্ডারপাসে জল জমলে দ্রুত নামাতে ২০ জনের একটি বিশেষ টিম কাজ করবে। নিকাশি বিভাগের এক কর্তা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত বৃষ্টি হলে জল জমবেই, বিশেষত যদি তখন লকগেট বন্ধ থাকে এবং জোয়ারের সময় হঠাৎ বৃষ্টি নামে। তবে মূল লক্ষ্য থাকে কত দ্রুত সেই জল সরানো যায়। এর জন্য শহরের ৮৬টি পাম্পিং স্টেশন প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, যেসব জায়গায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়, সেখানে ৪০৬টি অস্থায়ী পাম্প বসানো হবে।
ওই কর্তা আরও বলেন, পুরসভার নিকাশি ব্যবস্থার ক্ষমতা রয়েছে ঘণ্টায় ২০ থেকে ২২ মিলিমিটার বৃষ্টিপাত সামলানোর। এর চেয়ে বেশি হলে রাস্তায় জল জমে। তবে পুরসভা পুরোপুরি সতর্ক রয়েছে। কয়েকদিন আগের টানা প্রবল বর্ষণ থেকে শিক্ষা নিয়ে এখন নতুন পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যাতে সামনে একই ধরনের পরিস্থিতি হলে দ্রুত মোকাবিলা করা যায়।