এই বছর দুর্গাপুজো একেবারে অন্যরকম। বড় পর্দায় ৪ টি বিগ বাজেটের বাংলা ছবি মুক্তি পেয়েছে, যার মধ্যে অন্যতম দেব অভিনীত ছবি ‘রঘু ডাকাত’। সম্প্রতি এই সিনেমা দেখে এসে আপ্লুত পরিচালক রাম কমল মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় করেছেন একটি পোস্ট।
দেবকে উদ্দেশ্য করে রাম কমল লেখেন, ‘স্বপ্ন না দেখলে আর কেউ স্বপ্ন দেখার সাহস পাবে না। না, এটা বিনোদিনী কথা নয়। এটা বাংলা রবিনহুড ‘রঘু ডাকাত’ ওরফে বাংলা সিনেমার উজ্জ্বলতম তারা দেব অধিকারীর স্বপ্নপূরণের গল্প।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
পরিচালক লেখেন, ‘সাউথ সিটির এক বিলাসবহুল প্রেক্ষাগৃহে প্রায় ৭৫০ টাকা টিকিট দিয়ে বাঙালি রঘু ডাকাত দেখছে, সেটাই বিশাল প্রাপ্তি। পর্দা জুড়ে যখন রঘু রূপে দেবের আবির্ভাব, তখনই দর্শকরা আন্দাজ করতে পেরেছে এটি তাদের প্রিয় নায়কের মন জয় করার ছবি।’
রাম কমল লেখেন, ‘সুদর্শন শরীর, হিংস্র চোখ আর রুদ্ধশ্বাস অ্যাকশনের আড়ালে লুকিয়ে আছে এক সাহসী প্রযোজক, অভিনেতা এবং সৃজন পরিচালক, এটাই ধ্রুব সত্য!’
অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পরিচালক লেখেন, ‘খলনায়কের চারিত্রিক অনির্বাণের কোনও কথা হবে না। অনেক জায়গায় আবার অভিনেত্রী সোহিনী টেক্কা দিয়েছে সব সিনিয়ার অভিনেতাদের। আমি দেব, SVF, পরিচালক ধ্রুবকে সাধুবাদ জানাচ্ছি এই অক্লান্ত পরিশ্রমের জন্য। জয় মা দূর্গা।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী বোস্টন ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ক্রিটিক চয়েস পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই পুরস্কার জয় শুধুমাত্র বিনোদিনী ছবির গোটা টিমের জন্য নয়, গোটা বাংলা ছবির জন্যই বিশাল গর্বের বিষয়।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে রাম কমল পরিচালিত ‘লক্ষীকান্তপুর লোকাল’। এই ছবিতে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, জন ভট্টাচার্য সহ আরও কলাকুশলীরা। তিনটি ভিন্ন জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি।