এশিয়া কাপের উত্তেজনা থেকে দূরে বিরাট কোহলি। এক সময় ২২ গজ কাঁপানো দিল্লির এই তারকা ব্যাটার এখন ব্যস্ত নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে। শনিবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নতুন ছবি শেয়ার করলেন ক্রিকেটার বিরাট কোহলি। বউয়ের কপালে গাল ঠেকিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা গেল বিরাটকে। নিমেষে ভাইরাল জুটির নয়া ছবি।
অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দেওয়ালে লেখেন, ‘এক মিনিট হয়ে গেল’। তিনি স্বীকার করে নেন শেষবার ইনস্টাগ্রামে বউয়ের সঙ্গে লম্বা সময় ছবি পোস্ট করা হয়ে ওঠেনি। এমনিতে বিরাট-অনুষ্কা দুজনেই প্রাইভেট পার্সন, তবে মাঝেমধ্যে নিজেদের রোম্যান্টিক মুহূর্তের ঝলক ভাগ করে নেন নেটপাড়ায়।
এদিন বিরাটকে লম্বা নীল কোটে সুসজ্জিত দেখাচ্ছিল এবং অনুষ্কা সাদা টপের সাথে মানানসই একটি ধূসর সোয়েটার বেছে নিয়েছিলেন। তাঁরা দুজনে হাসলেন ক্যামেরা তাক করে। কিছুদিন আগে আকায়ের সঙ্গে বেড়াতে বেরোনোর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে।
ছবিগুলির একটি কোলাজে দেখা গেছে অনুষ্কা ছেলে আকায়কে স্ট্রোলারে ঠেলে দিচ্ছেন। সঙ্গে ছিলেন বিরাটও। লন্ডনের রঙিন রাস্তায় হাঁটতে দেখা গেছে তাঁদের। গত মে মাসে ৩৭-এ পা দেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা বিরাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ত্রীর জন্য একটি মিষ্টি বার্তা পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। বিরাট লেখেন, ‘আমার সেরা বন্ধু, আমার জীবনসঙ্গী, আমার নিরাপদ জায়গা, আমার সেরা অর্ধ, আমার সবকিছু। আপনিই আমাদের সবার জীবনের পথপ্রদর্শক। আমরা তোমাকে প্রতিদিন অনেক বেশি ভালোবাসি। শুভ জন্মদিন মাই লাভ’।
২০১৩ সালে বিজ্ঞাপনী শ্যুটে মন দেওয়া-নেওয়া হয় বিরাট-অনুষ্কার। পাঁচ বছরের প্রেম পরিণতি পেয়েছিল ইতালিতে রাজকীয় বিয়ের সঙ্গে। ২০২১ সালে কন্যা সন্তানের মা হন অনুষ্কা। দু-বছর পর তাঁর কোল আলো করে আসে পুত্র সন্তান অকায়।
অনুষ্কার পরবর্তী প্রোজেক্ট
আপতত ফিল্মি কেরিয়ার থেকে দূরেই রয়েছেন অনুষ্কা। অনুষ্কাকে চাকদা এক্সপ্রেসের কাজ শেষ করেছেন, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। আপতত মাতৃত্বেই পূর্ণতা তাঁর।