২০২৩ এর ডিসেম্বরে 'কথা'র পথ চলা শুরু হয়েছিল। তারপর কিছু দিনের মধ্যেই 'কথাগ্নি' জুটি মানুষের মন জয় করে নেয়। গুহ পরিবারের সঙ্গে দর্শকরাও মেতে উঠতেন প্রতিদিনের উদযাপনে। দেবীপক্ষেই শেষ হল ‘কথা-অগ্নি’ পথ চলা। হয়ে গেল স্টার জলসার জনপ্রিয় মেগার শেষ দিনের শ্যুটিং। মনখারাপ পর্দার 'গোবর দেবী' সুস্মিতা দের।
আরও পড়ুন: ভালোবাসা বিমুখ সূর্যকে কি ঘরে ফেরাবে সোহাগ? প্রকাশ্যে সিরিয়ালের প্রথম প্রমো
শনিবার নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কথা’র নানা ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘কথাকলি গুহ- এই নামটা আমার মনে চিরকাল থাকবে… এটা আমাকে অগাধ ভালবাসা, সম্মান, খ্যাতি, আশীর্বাদ এবং আরও অনেক কিছু দিয়েছে… আমার জন্য আমার দর্শকদের ভালবাসা নিঃশর্ত… আমি এখানে একটা পরিবার পেয়েছি, আমাদের গুহ পরিবার… কথাকলি এবং এভি অনেক উত্থান-পতন দেখেছে কিন্তু তারা সবকিছু অতিক্রম করেছে, এভাবে আমরাও অনেক চড়াই-উতরাই দেখেছি… কিন্তু সব শুরুরই শেষ আছে আর সব শেষের পরই এক নতুন অধ্যায় শুরু হয়।'
এরপর নায়িকা ধন্যবাদও জানান গল্পের চরিত্রকে। লেখেন, ‘সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ কথাকলি গুহ… আপনাকে ধন্যবাদ পাচকমশাই আপনার মিস গোবরদেবীকে সহ্য করার জন্য। গুহ পরিবার, কায়দাকানুন, কথা-AV দেখিয়েছে সম্পর্কের গভীরতা, বলেছে ‘ভালোবাসার কথা’, তেলে-জলে মিশেই গেল, কী বলেন…??? আমাকে সমর্থন করার জন্য, আমাকে ভালবাসার এবং আমাকে শেখানোর জন্য আমার সম্পূর্ণ কথার টিমকে ধন্যবাদ।' এরপর নায়িকা সহ অভিনেতা সাহেব ভট্টাচার্য থেকে শুরু করে বাকি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষে লেখেন, ‘জয় মা আনন্দী, আমার গুহ পরিবারের সবাই কে ভালো রেখো… রাধে রাধে।’
আরও পড়ুন: হলের সামনে বাটি হাতে দাঁড়িয়ে অশীতিপর বৃদ্ধ, দেখেই সাহায্যের হাত বাড়ালেন দেব
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই মন খারাপ অনুরাগীদের। একজন লেখেন, ‘ছবিগুলো দেখতে দেখতে চোখের কোনে জল যেমন এল সঙ্গে ঠোঁটে কোণে একটা চওড়া হাসিও ফুঁটে উঠল গোবর দেবী ও পাচকমশাই সারাজীবন আমাদের সঙ্গেই বেঁচে থাকবে। আবার ফিরে এসো অন্য কোনও নামে অন্য কোনও রূপে।’ আর একজন লেখেন, ‘কথা চরিত্রটা অনেক কিছু শিখিয়েছে, এই জন্মে হয়ত ভোলা সম্ভব নয় কথাকে। সারাজীবন মনে থেকে যাবে, খুব মিস করবো তোমাদের কিন্তু যত্ন করে রেখে দেবো মনের মণিকোঠায়।’ আর একজন লেখেন, ‘সারাজীবন... কথা আমাদের মনের কোণে অনেকটা জায়গা জুড়ে থাকবে। তোমাদের পুরো কথা টিম কথা Fandom-এর ওষুধ ছিলে।’