দুর্গাপুজোয় ঠাকুর দেখার পাশাপাশি চলছে বাঙ্গালিদের সিনেমা দেখাও। এবার পুজোয় চারটি বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে বড় পর্দায়। যার মধ্যে অন্যতম শিবপ্রসাদ এবং নন্দিতার ‘রক্তবীজ ২’। ছবিটি দেখে একটি রিভিউ পোস্ট লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
প্রথমেই মহাপঞ্চমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, 'দু'বছর আগের পুজোর বিজয়ী ডার্ক হর্সের সিক্যুয়েল দেখতে গিয়েছিলাম গতকাল। সব মিলিয়ে উইন্ডোজ, জমজমাট কাস্টিং, দুর্দান্ত গান এবং দুই বাংলার বর্ডার। শুরু থেকে উৎকণ্ঠা এবং রহস্য নিয়ে শুরু হলো কাহিনির দৌড়।'
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
কৌশিক লেখেন, ‘উইন্ডোজ যখন প্রথম ‘রক্তবীজ’ বানিয়েছিল সেটা দেখে মনে হয়েছিল এরা হঠাৎ সোনামুগের ডাল, মোচার ঘন্ট, ভাপা ইলিশ পরিবেশন না করে পিজ্জা বানাতে গেল কেন? সেই পিজ্জার একটি দানাও সেববছর বাংলার দর্শক ফেলেনি। পরের পুজোয় আবার ‘বহুরূপী’। ধোকার ডালনা আর মেঠো আচার। এবার আবার সেই চেনা পিজ্জা, যদিও টপিং আলাদা।’
পরিচালক লেখেন, ‘প্রথম অর্ধে তখনও পিজ্জার ওপরের ক্যাপসিকাম, চিকেন আর চিজের গন্ধটা বের হয়নি! ভাবছি গল্প কোন দিকে যাবে! তারপরেই শুরু হলো ফুলে ফেঁপে ওঠার পর্ব! সারা হল চুপ করে বসে দেখল একটা জমজমাট রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স। জাতীয়তাবোধ আর ভালবাসা সম্বল করে মরণ বাঁচন একটা লড়াই!’
পরিচালক সবশেষে লেখেন, ‘এই ছবির দুই নায়ক নিজেকে নিংড়ে দিয়েছেন, বিশেষ করে অঙ্কুশের কথা না বললেই নয়। মিমি-কৌশানি ছাড়াও বাকিরা প্রত্যেকে ভালো। তবে সবার কাছে অনুরোধ, আবেগের চোটে ক্লাইম্যাক্স বন্ধুদের বলে দেবেন না প্লিজ। আরেকটি আর্জি জানিয়ে রাখছি আগামী পুজোর মেনুর জন্য। ২০২৬ পুজোয় আবার চাই ঘি ভাত, বেগুন ভাজা, পটলের দোর্মা আর কষা মাংস। শেষ পাতে নবীন ময়রার আবিষ্কার রসগোল্লা!’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
‘রঘু ডাকাত’ এবং ‘দেবী চৌধুরানী’ ছবির উদ্দেশ্যে তিনি বলেন, আমার পুজোয় আরও দুটো ছবি দেখা বাকি! তবে যা ভীড় শুরু হবে সিনেমা হলে, মনে হচ্ছে দশমীর পরেই দেখব। আপাতত সকলের জন্য অনেক শুভেচ্ছা।