পঞ্চমীর রাতে রক্তাক্ত হল ডোমকল। এক ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলের গাড়াবাড়িয়া এলাকায়। ৫৭ বছরের ওই জমি ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। পরিবারের দাবি, পরিচিত কয়েকজনই তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত প্রাণঘাতী হামলা চালায়।
আরও পড়ুন: রামপুরহাটকাণ্ডে ১০ দিনের মাথায় চার্জশিট, মেলেনি অন্য কারও জড়িত থাকার প্রমাণ
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে তরতিপুর গ্রামের বাসিন্দা জিন্নাত আনসারিকে কয়েকজন বাইরে ডাকেন। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি ফেরেননি। রাতের দিকে স্থানীয়রা গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গভীর রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃতের ছেলে রাকিব আনসারির দাবি, দুপুরে বাবাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল। পরে এভাবেই তাঁকে পাওয়া গেল। মৃত্যুর আগে বাবা কিছু নাম বলে গিয়েছেন। কী কারণে এমনটা ঘটল, সেটা তিনি জানেন না। তবে পুলিশের উচিত সেই দিকেই তদন্ত করা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমি সংক্রান্ত কোনও লেনদেন বা পুরনো বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটতে পারে। তবে পরিবার ছাড়াও প্রতিবেশীদের একাংশের প্রশ্ন, এর পিছনে কি অন্য কোনও ব্যক্তিগত বা ব্যবসায়িক অশান্তি রয়েছে? ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ডোমকল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। হঠাৎ করেই পরিচিতদের ডাকে বেরোনো, তারপর মাঠে রক্তাক্ত দেহ উদ্ধার এই রহস্যঘেরা ঘটনায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ী মহল। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।