তামিলনাডুতে পদপিষ্টের ঘটনায় নিহত ৩০ জনের ময়নাতদন্ত শেষ হয়েছে বলে জানালেন তামিলনাডুর স্বাস্থ্যসচিব। স্বাস্থ্যসচিব পি সেন্থিল কুমার জানিয়েছেন যে, কারুরে পদদলিত হয়ে নিহত ৩৯ জনের মধ্যে ৩০ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদিন তিনি বলেন, মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের ময়নাতদন্ত চলছে।
কতজন নিহত ও আহত?
প্রসঙ্গত, শনিবার তামিল অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় থালাপাথির সমাবেশে ৩৯ জন পদপিষ্ট হয়ে মারা যান। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিলেন। টিভিকে র্যালিতে ঘটা ওই ঘটনায় ৪০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাতের এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলেছে সারা দেশেই। করুর জেলার এই ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জন মহিলা, ১৩ জন পুরুষ এবং নয়জন শিশু ছিলেন।
কতজনের সমাবেশ ছিল
পুলিশ সূত্রে খবর, বিজয়ের বক্তৃতা চলাকালীন জনতা ব্যারিকেডের দিকে ছুটে যায়। যার ফলে মিছিল আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পুলিশ সূত্র এইচটি-কে জানিয়েছে, টিভিকে সমাবেশে প্রায় ৩০ হাজার লোকের সমাগম হওয়ার সম্ভাবনা ছিল। তবে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে সমাবেশে কমপক্ষে ৬০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মূলত সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
শনিবারের ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, এমকে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল উদ্বেগ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, উপ-মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন, এআইএডিএমকে-এর এডাপ্পাদি পালানিস্বামী এবং বিজেপি নেতা নৈনার নাগেনথ্রান এবং তামিলিসাই সৌন্দরাজন করুরে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতেও গিয়েছেন।
কী বললেন মুখ্যমন্ত্রী
গোটা ঘটনায় দুঃখপ্রকাশের পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। নিহতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চিকিৎসাধীনদের প্রত্যেককে ১ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে এখানে দাঁড়িয়ে আছি। করুরের ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে পারছি না। সন্ধে পৌনে আটটার সময় আমি যখন চেন্নাইতে কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, তখন আমি খবর পাই যে করুরে এমন একটি ঘটনা ঘটেছে।’ সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রীদের খোঁজখবর করে হাসপাতালে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান এদিন।