তামিলনাড়ুর নামাক্কালে অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের সমাবেশে পদপিষ্টের মতো পরিস্থিতি হয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। এছাড়া আরও অনেকে অজ্ঞান হয়ে গিয়েছেন। নামাক্কালে টিভিকে (তামিলগা ভেট্রি কাঝাগাম) প্রধান এবং অভিনেতা বিজয় এই সমাবেশের আয়োজন করেন। সেখানে জনসমুদ্র আছড়ে পড়েছিল। সেখানে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতদের তামিলনাড়ুর কারুর হাসপাতালের নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এই সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই অভিনেতা জনগণকে সম্বোধন করছিলেন। এ সময় কিছু লোক অজ্ঞান হয়ে পড়ায় বিজয়কে তার বক্তব্য থামাতে হয়। ভিড় এতটাই বেশি ছিল যে মানুষের শ্বাস নিতে কষ্ট হয়ে পড়েছিল। হঠাৎ সেখানে উপস্থিত লোকজন ও কর্মীরা অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন। এরপরই অভিনেতা বিজয় তাঁর বক্তব্য থামিয়ে শান্তি বজায় রাখার জন্য জনগণকে আবেদন জানান। তিনি তাঁর দলের কর্মীদের অভাবগ্রস্তদের সাহায্য করার এবং তাদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন।
এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি কারুর হাসপাতালের রিপোর্টকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। স্ট্যালিন বলেন, তিনি কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন। স্ট্যালিন আরও জানিয়েছেন, তিনি সেন্থিল বালাজি, স্বাস্থ্যমন্ত্রী সুব্রহ্মণ্যম, জেলা কালেক্টর এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী আনবিল মহেশকেও নিকটবর্তী তিরুচিরাপল্লি থেকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী জনগণকে মেডিক্যাল টিম ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।