মহানবমীর ধুমধাম দেশজুড়ে। দুর্গাপুজো-নবরাত্রির আনন্দে মাতোয়ারা সকলেই। এর মাঝেই বুধবার শোনা গিয়েছে,ফের মা হচ্ছেন সোনম কাপুর আহুজা। গত এক সপ্তাহ ধরে পর্দায় তাঁর বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন নিয়ে খবরের শিরোনামে রয়েছেন অনিল কন্যা। দু-বছর আগে ব্লাইন্ডে শেষবার দেখা মিলেছিল তাঁর।
গত মাসে বিমানবন্দরে সোনমকে দেখে অনেকেই দাবি করেছিলেন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা নায়িকা। ব্যাগি প্যান্ট এবং একটি ঢিলেঢালা ধূসর বোতাম-ডাউন শার্টে গর্ভবতী দেখাচ্ছিল সোনমকে। সাম্প্রতিক রিপোর্ট বলছে, সত্যিই মা হতে চলেছেন সোনম, বায়ুর ভাই বা বোন আসছে।
সোনম কাপুর আহুজা এবং তার স্বামী আনন্দ আহুজা ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুকে পৃথিবীতে স্বাগত জানিয়েছিলেন। পিঙ্কভিলার শেয়ার করা একটি প্রতিবেদনে এখন দাবি করা হয়েছে যে সোনম এবং আনন্দ তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। এই দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সোনম তাঁর গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছে, এবং এই খবরটি উভয় পরিবারকে প্রচুর আনন্দ দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে যে শিগগিরই সোনম আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন গর্ভবতী হওয়ার ব্যাপারটি নিয়ে। ক্যাট এবং ভিকি কৌশল সদ্যই প্রেগন্যান্সির খবর ভাগ করে নিয়েছেন। জানা গিয়েছে, ক্যাটরিনা গর্ভাবস্থার তৃতীয় পর্যায়ে রয়েছেন। সোনমের আগে ক্যাটের কোলে আসবে প্রথম সন্তান।
এর আগে ইটাইমসের সঙ্গে এক চ্যাটে সোনম জানিয়েছিলেন, কীভাবে মা হওয়া তাঁকে বদলে দিয়েছে। নায়িকা বলেছিলেন, 'আমি মনে করি মা হওয়া আমাকে অনেক নরম করে তুলেছে, তবে একই সাথে এটি আমাকে আরও স্থিতিস্থাপক এবং শক্তিশালী করে তুলেছে। আমি সর্বদাই সচেতন ছিলাম, তবে এখন আমি আরও সচেতন হয়ে উঠেছি। আমি আরও ধৈর্যশীল। আমি সমস্ত মায়েদের বলতে চাই যে আপনারা ঠিক আছেন, শুধু সময় নিন, প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং তাড়াহুড়ো করবেন না। সবাই ভুল করে এবং সবাই সবকিছুতে মেধাবী হয় না। আপনাকে কেবল উপস্থিত থাকতে হবে (সন্তানের জন্য)।