সোশ্যাল মিডিয়ায় কত গুজবই না রটে। কোনওটা দেখলে বিরক্ত হই, কোনওটা দেখলে হাসি থামতে চায় না। তারকাদের নিয়ে মূলত নানা ধরনের পোস্ট দেখা যায়। এদিন এমনি একটি ভাইরাল পোস্ট শেয়ার করলেন গায়িকা সাহানা বাজপেয়ী। কী জানালেন গায়িকা?
আরও পড়ুন: বউ ন্যাওটা বিরাট! মাতৃদিবসের পোস্ট দেখে কেন কোহলিকে তুলোধোনা নেটপাড়ার?
আরও পড়ুন: কেবল অভিনয় নয়, নাচেও তুখোড় ফুলকি! দিব্যাণীর লাইভ পারফরমেন্স দেখে কী বলছে দর্শকরা?
কী ঘটেছে?
এদিন সাহানা বাজপেয়ী যে ছবিটি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে সেখানে চারটি ছবি রয়েছে। প্রথম ছবিটি কেবল রজতাভ দত্তর। পরের ছবিতে অভিনেতাকে সাহানা বাজপেয়ীকে দেখা যাচ্ছে, সঙ্গে লেখা অভিনেতার স্ত্রী। পরের ছবিতে উৎপল দত্তের ছবি দেখা যাচ্ছে সঙ্গে লেখা অভিনেতার বাবা। আর শেষ ছবিটিতে নিসপাল সিং রানে এবং কোয়েল মল্লিককে দেখা যাচ্ছে। এমন হাস্যকর দাবি এবং ভুলভাল তথ্য দেখে হাসি থামছেই না গায়িকার। তিনি সেটাকে মজার ছলে পোস্ট করেছেন।
সাহানা বাজপেয়ী এদিন এই ছবিটি শেয়ার করে লেখেন, 'যারা গণমাধ্যম ও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে অপার বিশ্বাসী তাঁরা সকলে অভিনেতা শ্রী রজতাভ দত্তকে এই ছবিটি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা অবশ্যই জানাবেন। আমিও পাঠিয়েছি।'
কে কী বলছেন?
এক ব্যক্তি মজা করে লেখেন, 'ওহ, তুমি সাহা না, দত্ত?' উৎপল দত্তের মেয়ে বিষ্ণুপ্রিয়া দত্ত সাহানার এই পোস্টে লেখেন, 'ওর বাবার নামও উৎপল কিন্তু তিনি অভিনেতা নন। চিত্রনাট্যকার, পরিচালক ছিলেন। রজতাভ আর আমি এটা নিয়ে খুব হাসাহাসি করেছি।' পরিচালক সুব্রত সেন লেখেন, 'আমার এবার তোকে আর অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে ভয় করছে।'
আরও পড়ুন: দেখতে দেখতে বিয়ের ৭ বছর পার! বরের জন্য আদুরে বার্তায় কী লিখলেন শুভশ্রী? জবাব দিলেন রাজ?
আরও পড়ুন: ছোট থেকেই কানে কম শুনতেন ইব্রাহিম, সমস্যা ছিল কথাতেও! সইফ পুত্র বললেন, 'এখনও পুরোটা...'
এই ভাইরাল ছবি দেখে এক ব্যক্তি লেখেন, 'আমি গতকাল দেখেছি। নিজের চোখকে একদমই বিশ্বাস করিনি। কনক্লুড করেছিলাম যে, আমি নিশ্চয়ই তোমাকে চিনতে ভুল করেছি। অভাবনীয় বিশেষণের মর্মার্থ এবার বুঝলাম।' আরেকজন আরেকজন, 'আমি দেখতে পাচ্ছি উমা মাসি রিচার্ড আর উৎপল দত্তকে আম জাম খেতে দিচ্ছে।' কারও আবার মত, 'এ বাবা, আমার তো চোখ চড়ক গাছে উঠে গিয়েছে।'