৪ মাস আগে বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছিল অভিনেতা সায়ন্ত মোদকের ব্যক্তিগত জীবন নিয়ে। দেবচন্দ্রিমা এবং কিরণ বিতর্ক গড়িয়েছিল বেশ বহুদূর। তারপর আচমকাই সবকিছু হয়ে যায় চুপচাপ। দীর্ঘ ৪ মাস চুপ থাকার পর আবার সমাজ মাধ্যমের পাতায় সক্রিয় হলেন অভিনেতা। হাত জোড় করে কার কাছ থেকে ক্ষমা চাইলেন তিনি?
বিতর্কের পরে অভিনয় থেকে দূরে না থাকলেও ভ্লগিং থেকে নিজেকে এতদিন দূরে রেখেছিলেন অভিনেতা। তবে এবার আবার নিজের পুরনো রূপে ফিরে এলেন তিনি। তবে প্রথম ভিডিয়োয় একেবারে রণবীর আল্লাহবাদিয়ার মতো ক্ষমা চাইলেন অভিনেতা। কার কাছ থেকে ক্ষমা চাইলেন? কেনই বা ক্ষমা চাইলেন?
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দেবচন্দ্রিমা এবং কিরণ এই দুই অভিনেত্রী অভিনেতার বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন চার মাস আগে। সেই সময় নানান কটাক্ষের সম্মুখীন হতে হয় অভিনেতাকে। কিরণের পাশে দাঁড়িয়ে ছিলেন দেবচন্দ্রিমা, যার ফলে এক ঘরে হয়ে গিয়েছিলেন সায়ন্ত। ওই বিতর্কের পর নিজের ভ্লগিং বন্ধ রেখেছিলেন অভিনেতা।
অবশেষে ৪ মাস পর সমাজ মাধ্যমের সামনে এসে অভিনেতা বলেন, ‘চার মাস পর আবার নিজের ভ্লগিং শুরু করলাম। সকলের জীবনেই হার জিত এবং ওঠা নামা রয়েছে। আমিও তেমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এই কয়েকটা দিন নিজেকে গুছিয়ে নিতে সময় নিলাম। আশা করি আমি একেবারে বদলে গেছি। গত কিছু মাসের পরিস্থিতি আমাকে ভালোর জন্য ভালোর জন্য বদলাতে সাহায্য করেছে।’
অভিনেতা আরও বলেন, ‘এই খারাপ সময় আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা ভালো কমেন্ট করে আমার পাশে থেকেছেন। আমাকে বিশ্বাস করেছেন। যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আমি এই কয়েক মাসে বহু মানুষ চিনতে পেরেছি। বহু অচেনা মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে। বহু অচেনা মানুষ আমাকে কঠিন সময় বাঁচতে সাহায্য করেছিলেন। আর যাদের আমি বন্ধু ভাবতাম তারা এই অসময়ে আমার থেকে পালিয়ে গিয়েছে। আমার কোনও খবর নেয়নি।’
আরও পড়ুন: অচ্যুত পোতদারের স্মরণে আবেগ ঘন পোস্ট বোমানের, ‘মিস করছি…’, লিখলেন আমির
আরও পড়ুন: 'মাথায় হাত পড়ে গিয়েছে...', হঠাৎ কী নিয়ে মন খারাপ অনিন্দিতার?
নিজের বাইক দুর্ঘটনার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমার এই কঠিন সময়ে আমাকে যারা আগলে রেখেছেন, আমার ভালো চেয়েছেন তাদের নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। যারা আমাকে প্রত্যেকদিন দেখেন বা দেখতে চান তাদের থেকে আমি হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ভ্লগ না করার জন্য। তবে ইচ্ছে করেই বিরতি নিয়েছিলাম। সবকিছু থেকে দূরে ছিলাম। আমার মনে হয় এই বিরতিটা দরকার ছিল।’