গত ১৮ অগস্ট ৯১ বছর বয়সে থানের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোতদার। বলিউড ছাড়াও মারাঠি সিনেমা জগতেও তিনি একজন সুপরিচিত অভিনেতা ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বয়েজ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন বোমান ইরানি এবং আমির খান।
অচ্যুত পোতদারের স্মৃতিতে একটি ছবি শেয়ার করে বোমান লেখেন, ‘গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি অচ্যুত পোতদার জিকে। তিনি একজন সত্যিকারের ভদ্রলোক এবং একজন স্মরণীয় শিল্পী ছিলেন। আমার আন্তরিক সমবেদনা।’
আরও পড়ুন: ছেলে নিয়ে হাসপাতালে দৌড়লেন পরীমণি! অসুস্থ অভিনেত্রীও, কী হল হঠাৎ?
আরও পড়ুন: বর্ষা শেষে হতে চলেছে ভূতের আগমন, হইচই- এর পর্দায় আসছে ‘ভূততেরিকি’
বোমান ইরানি ছাড়াও আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকেও প্রয়াত অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। যেহেতু আমির খান নিজে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না তাই তিনি নিজের প্রোডাকশন হাউজের তরফ থেকেই বিভিন্ন পোস্ট করে থাকেন।

আমির খানের প্রোডাকশন হাউজের তরফ থেকে যে পোস্ট করা হয়েছে যেখানে লেখা, 'অচ্যুতজির মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত। তিনি একজন অসাধারণ মানুষ এবং মহান সহকর্মী ছিলেন। আমরা আপনাকে মিস করবো। ওঁর পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
প্রসঙ্গত, অভিনেতা হওয়ার আগে অচ্যুত পোতদার একজন অধ্যাপক ছিলেন। পরবর্তী সময়ে তিনি যোগদান করেন ভারতীয় সেনাবাহিনীতে। ১৯৬৭ সালে তিনি ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পর প্রায় ২৫ বছর ধরে ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ পদে কাজ করেন তিনি।
৪৪ বছর বয়সে বলিউডে আত্মপ্রকাশ করেন এই অভিনেতা। ৪০ বছরের গৌরবময় কর্মজীবনে হিন্দি এবং মারাঠি সিনেমা নিয়ে প্রায় ১২৫টির বেশি ছবিতে কাজ করেছেন তিনি। কাজ করেছেন শাহরুখ খান থেকে শুরু করে সলমন খান সকলের সঙ্গেই। বেশিরভাগ ক্ষেত্রে তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনীত প্রত্যেক চরিত্র মানুষের মনে দাগ কেটেছে চিরকাল।
আরও পড়ুন: কবিতার পর এবার গান, ‘বকুলতলায় ভিড় জমেছে’ গানের সুরে লিপ মেলালেন ‘পরিণীতা’- র বিদ্যা
আরও পড়ুন: 'আমায় লুকিয়ে বিয়ে...', রাজেশ খান্নাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিতা আডবানির
অভিনেতার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘আক্রোশ’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিণীতা’, ‘পারিন্দা’, ‘বাস্তব’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘দাবাং ২’, ‘হাম সাথ সাথ হ্যায়’, 'রঙ্গিলা' এবং ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ মতো অনেক হিট ছবি। তাছাড়াও তিনি টেলেভিশনেও কাজ করেছেন। 'ভারত এক খোজ', ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘প্রধানমন্ত্রী’, ‘আসলে জনম মোহে বিটিয়া হাই কিজো’, ‘আহত’ এবং ‘মাঝা হশিল না’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন।