চরিত্র হোক অথবা সাজসজ্জা, বিদ্যা বালান এমন একজন অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্র জগতের নায়িকা হলেও যেন আদ্যপ্রান্ত একজন বাঙালি। তাঁর কথা বলা, শাড়ি পরার স্টাইল সবটাই যেন ভীষণভাবে বাঙালিআনার কথা মনে করায়।
এহেন একজন অভিনেত্রীর মুখে বাংলা ভাষা শোনা, সত্যি ভীষণ আনন্দের। গত বছর সহকর্মী রাজেশ শর্মার সঙ্গে সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ কবিতার বইয়ের অন্যতম কবিতা ‘সৎপাত্র’ পাঠ করে শোনান বিদ্যা বালান। অভিনেত্রীর মুখে কবিতাটি শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান শ্রোতারা। এত সুন্দর করে বাংলা কবিতা যেন বহুদিন কাউকে বলতে শোনা যায়নি।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
বাংলা কবিতার পর এবার বাংলা গানের সুরে সুরে লিপ মেলালেন অভিনেত্রী। কিছুদিন আগেই ভীষণভাবে ভাইরাল হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের ‘আমাদের বকুলতলা’ গানটি। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম সর্বত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই গান। এবার এই গানের তালে তালে লিপ মেলাতে শোনা যায় বিদ্যা বালানকে।
বিদ্যা সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যায় একটি গোলাপি রঙের চুড়িদার পরে রয়েছেন বিদ্যা। নেপথ্যে চলছে ‘আমাদের বকুলতলায় ভিড় জমেছে’ গানটি। কি অনবদ্যভাবে প্রত্যেকটি শব্দে একেবারে নিখুঁতভাবে লিপ মিলিয়েছেন নায়িকা।
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আজ বাংলায় জমজমাট। আমার প্রথম হিন্দি ছবি ‘পরিণীতা’ পুনরায় মুক্তি পেতে চলেছে ২৯ আগস্ট। আজ প্রিমিয়ার।’
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ গল্পের আঙ্গিকে তৈরি হওয়া ‘পরিণীতা’ মুক্তি পায় ২০০৫ সালে। কাকতালীয়ভাবে প্রথম ছবিতেই একটি বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, বিদ্যা বালানের প্রথম সিনেমা ছিল ভালো থেকো, যেটি ছিল একটি বাংলা ছবি। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রী জীবনের সঙ্গে যে বাঙালিয়ানা ওতপ্রোতভাবে যুক্ত হয়েছে তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, বিদ্যা সর্বশেষ অভিনয় করেছেন ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে। এই সিনেমায় বিদ্যা ছাড়া অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি সহ আরও অনেকে। এই ছবিতে প্রথম মাধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল বিদ্যাকে।