১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। নামের মতোই মানুষকে এই সিনেমাটি অপেক্ষা করিয়েছে দীর্ঘ ৯ বছর। কিন্তু ওই যে কথাতেই আছে না, অপেক্ষার ফল সব সময় ভালই হয়। ধূমকেতুর ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। এত বছরের মানুষের অপেক্ষা আজ উন্মাদানার রূপ নিয়েছে।
প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করল ছবিটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন। গতকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সকলকে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি টাকা আয় করেছে ধূমকেতু।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।' বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।
শুভশ্রী এবং দেব ছাড়াও এই ছবিটি শেয়ার করেছেন দিব্যজ্যোতি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক ছবিটি শেয়ার করে লিখেছেন,' দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।'
কৌশিক বাবু আরও লিখেছেন, ‘আমাদের পুরো টিমের তরফ থেকে সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আগামীকাল তো ১৫ অগস্ট। ছুটির দিন। আরও কি কি হবে! রাত পোহালেই বোঝা যাবে। ধন্যবাদ।’
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ১৫ আগস্ট নয়, আগামী ১৬ এবং ১৭ আগস্ট স্কুল কলেজ এবং বহু অফিসে ছুটি। পরপর তিনটে দিন ছুটি থাকার কারণে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন হয়ত লাফিয়ে লাফিয়ে বাড়বে।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধূমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
উল্লেখ্য, ধূমকেতু যে বাংলা ছবিতে একটি বদল নিয়ে এলো তা বলাই বাহুল্য। ধূমকেতুর সঙ্গে একই দিনে একটি হিন্দি এবং দক্ষিণী ছবি মুক্তি পেলেও ধূমকেতুর কাছাকাছি আসতে পারেনি কেউ।
এর মধ্যেই রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বছরের প্রত্যেকটি দিন রাজ্যের প্রত্যেক সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সে প্রাইম টাইমে বাংলা ছবি দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করায় ধুঁকতে থাকা বাংলা ইন্ডাস্ট্রি কিছুটা আশার আলো দেখছে।