কাজ থেকে বাড়ি ফিরেই শুধুমাত্র সন্তানদের সময় দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়িতে থাকলে বেশিরভাগ সময় ফোন সাইলেন্ট করে রাখেন তিনি। সময় কাটান শুধুই সন্তানদের সঙ্গে। ছেলে মেয়ের ছোট ছোট মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে রাখেন অভিনেত্রী। তেমনই একটি সুন্দর মুহূর্তের ভিডিয়ো হল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সিটি সিনেমা এবং শুভশ্রী গাঙ্গুলী ফ্যান ক্লাবের তরফ থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট চেয়ারে বসে খেলতে ব্যস্ত ইয়ালিনি। হঠাৎ করেই সে বুঝতে পারে মা তার ভিডিয়ো বা ছবি তুলছে। বুঝতে পেরেই হঠাৎ চেয়ার ছেড়ে উঠে যায় সে। এগিয়ে যায় টেবিলের পাশে রাখা ফুলদানির দিকে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
ভাবটা এমন, যেন কিছুতেই ক্যামেরায় ধরা দেবে না সে। ফুলদানি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই সে লুকিয়ে পড়ে সোফার আড়ালে। সোফার পেছন থেকেই দেখতে থাকে মাকে। ছবি শিকারীরা সামনে চলে এলে ঠিক যেমন ব্যবহার করেন তারকারা, ইয়ালিনিকেও দেখতে পাওয়া গেল একই ভাবে ক্যামেরা দেখে ছুটে পালাতে।
ভিডিয়ো ভাইরাল হতেই কেউ কেউ লিখেছেন, একেবারে ছোট ডিরেক্টর। কেউ আবার লিখেছেন, এখন থেকেই শিখে গিয়েছে ক্যামেরা দেখলে কী করতে হবে। কেউ কেউ ফোনের অপর প্রান্ত থেকে ভালোবাসা জানিয়েছেন ছোট্ট ইয়ালিনিকে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
তবে এর আগেও ছেলে এবং মেয়েকে নিয়ে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনও ছেলে-মেয়ে সুপারম্যানের কায়দায় মাটিতে গড়াগড়ি খায় কখনও আবার বোনের থেকে রাখি পরতে দেখা যায় ইউভানকে। এই ভাবেই সন্তানদের ছোটখাটো মুহূর্তগুলি বারবার সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরেন মা শুভশ্রী।
প্রসঙ্গত, এই মুহূর্তে শুভশ্রী ব্যস্ত আসন্ন ছবি ‘ধূমকেতু’-র প্রচার নিয়ে। ৯ বছর পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সিনেমাটি নিয়ে সারা দেশ জুড়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’।