চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল ছবির টিজার। রক্ত গরম করা টিজার দেখে মুগ্ধ দর্শকরা।
টিজার প্রসঙ্গে
টিজার শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে আসছে বাংলার বাঘ ‘রঘু ডাকাত’। বাংলার বাঘ রঘু মা কালীর বেটা, তাই সে কোনও রকম অন্যায় সহ্য করতে নারাজ। ইংরেজদের হাত থেকে গরিবদের রক্ষা করার জন্য সে হাতে তুলে নিয়েছে হাতিয়ার।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
কিন্তু এই যুদ্ধ এত সহজ নয়। এই যুদ্ধ শুধু যে ইংরেজদের বিরুদ্ধে নয়, নিজেদের মধ্যে লুকিয়ে থাকা শত্রুর বিরুদ্ধেও। নিরীহ গরিবদের মসিহা হয়ে আসা রঘু ডাকাতকে যে লড়াই করতে হবে অনেক। দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার যে ব্রত নিয়েছে সে, সেই উদ্দেশ্য কতটা সফল হবে? জানা যাবে সবই, তবে ছবি মুক্তির পর।
সিনেমায় ওমকে দেখা যাবে দুর্লভ রায় চরিত্রে। রুপা গঙ্গোপাধ্যায় অভিনয় করবেন ডাকাত মা চরিত্রে। সোহিনী সরকার থাকবেন গুঞ্জার চরিত্রে এবং ইধিকা পাল অভিনয় করবেন সৌদামিনী চরিত্রে। সব থেকে বড় কথা, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাবে খলনায়ক অহিন্দ্র বর্মনের চরিত্রে। তাঁর লুক চমকে দিয়েছে সকলকে।
এই সিনেমায় শুধু চরিত্রের দিক থেকে নয়, বেশভূষায় দিক থেকেও রয়েছে প্রচুর চমক। ডাকাত মা চরিত্রে রূপা গঙ্গোপাধ্যায়কে যেন চেনাই যাচ্ছে না। হাতে অস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, অভিনেত্রীর চোখের চাহনি যেন কথা বলছে।
সোহিনী এবং ইধিকা দুজনেই এই সিনেমায় দুই সাহসী নারীর চরিত্রে অভিনয় করছেন। এক কোপে শত্রুর বিনাশ করতে পারে সোহিনী ওরফে গুঞ্জা, অন্যদিকে চোখ বন্ধ করে নিশানায় আঘাত করার ক্ষমতা রাখে সৌদামিনী ওরফে ইধিকা।
তবে যে মানুষটি সবার থেকে বেশি নজর কেড়েছেন, তিনি হলেন অনির্বাণ। অনির্বাণের লুক যেন কথা বলছে। তিনি যে এই সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করছেন, সেটা বলাই বাহুল্য। অনির্বাণকে দেখে হঠাৎ করে আপনার মনে পড়ে যেতে পারে ‘গুপি বাঘা ফিরে এল’ ছবির সেই দুষ্ট সাধুর কথা।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
দেবকে নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই। ছবিতে একজন ডাকাতের চরিত্র তিনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সবমিলিয়ে টানটান উত্তেজনা উপহার দিল ‘রঘু ডাকাত’ ছবির টিজার। যদিও গতকাল অর্থাৎ ধুমকেতু মুক্তির সময় বড়পর্দায় এই টিজার মুক্তি পেয়েছিল। কিন্তু তখনই ঘোষণা করে দেওয়া হয়েছিল, ১৫ আগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন টিজার মুক্তি পাবে ডিজিটাল প্লাটফর্মে।
উল্লেখ্য, ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যৌথভাবে এই ছবি প্রযোজনা করেছে। বৃহস্পতিবার নির্মাতাদের তরফ থেকে প্রকাশ্যে এসেছিল রঘু ডাকাত ছবির অফিসিয়াল পোস্টার। রঘু ডাকাতের লুকে একেবারে অন্যরকম ভাবে ধরা দিয়েছিলেন দেব। প্রথম দর্শনেই বাজিমাত করেছিল 'রঘু ডাকাত'। এবার প্রকাশ্যে এল টিজার।