১৯৭৩ সালে ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেছিলেন রাজেশ খান্না। ডিম্পলের প্রথম ছবি ‘ববি’ মুক্তি পাওয়ার আগেই রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৮২ সাল থেকেই এই দম্পতি আলাদা বসবাস শুরু করেন, যদিও কখনও বিবাহবিচ্ছেদের ঘোষনা আনুষ্ঠানিকভাবে করেননি তাঁরা। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, ডিম্পল ছাড়াও আরও একজনকে বিয়ে করেছিলেন রাজেশ খান্না।
সম্প্রতি মেরি সহেলিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিতা আডবানি জানান, তিনি এবং রাজেশ খান্না গোপনে বিয়ে করেছিলেন। এই বিয়ের কথা কেউ জানতো না। দীর্ঘদিন লিভ ইন থাকার পর এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তাহলে কেন এই বিয়ের কথা কেউ জানে না?
অনিতা বলেন, ‘সবাই জানত আমরা বন্ধু। অনেকে আবার এটাও মনে করতেন, আমাদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। কিন্তু কখনও আমরা আমাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করিনি বা ঘোষণা করিনি যে আমরা গোপনে বিয়ে করেছিলাম। কাউকে জানানোর সেই প্রয়োজন বোধ করিনি আমরা।’
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
অনিতা বলেন, ‘আমাদের বাড়িতে একটি ছোট্ট মন্দির ছিল। ওই মন্দিরে দাঁড়িয়ে তিনি আমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিলেন, সিঁথিতে সিঁদুর লাগিয়ে বলেছিলেন আজ থেকে তুমি আমার দায়িত্ব। এইভাবেই এত রাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল।’
অভিনেত্রী আরও দাবী করেন, ‘ডিম্পল কাপাডিয়াকে বিয়ের আগেই তিনি রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন। ডিম্পল রাজেশ খান্নার থেকে বয়সে অনেকটাই ছোট ছিলেন বলে সেই সময় তাঁরা বিয়ে করেননি। তবে পরবর্তীকালে ডিম্পলকে বিয়ে করেছিলেন রাজেশ খান্না।’
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
সবশেষে অভিনেত্রী বলেন, ‘রাজেশ খান্নার মৃত্যুর পর অভিনেতার পরিবার তাঁকে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দেননি। তাঁকে বাধা দেওয়ার জন্য আগে থেকেই বাউন্সার মোতায়েন করা হয়েছিল বাড়ির বাইরে। হাজার চেষ্টা করেও তিনি রাজেশ খান্নার অন্তিম সময়ে পাশে থাকতে পারেননি।’
প্রসঙ্গত, ১৯৭৩ সালে রাজেশ খান্না যখন ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন তখন নায়িকার বয়স ছিল মাত্র ১৬ বছর। টুইঙ্কেল ও রিঙ্কির জন্মের পর রাজেশ এবং ডিম্পল আলাদা হয়ে যান। ১৯৮২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটেছিল।
অন্যদিকে অনিতা দাবি করেন, ২০১২ সালের অভিনেতার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় ৮ বছর ধরে তিনি রাজেশ খান্নার সঙ্গে লিভ ইন রিলেশনে ছিলেন। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হন অভিনেতা। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হয় এবং ২০১২ সালে ১৮ জুলাই নিজের বাসগৃহে তিনি মারা যান।