গুরুতর অসুস্থ পরীমণি। সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম থেকে শুনতে পাওয়া গিয়েছে, আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ছেলে সমেত হাসপাতালে ভর্তি হতে হয়েছে নায়িকাকে।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমণি। বেশ কিছুদিন তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। চলছিল নেবুলাইজার। অন্যদিকে ছেলে পদ্মেরও কয়েকদিন ধরে জ্বর। সব মিলিয়ে অবস্থার অবনতি হওয়ায় আর কোনও ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান অভিনেত্রী।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
তবে রবিবার দুপুরে জানা গিয়েছে, আপাতত এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেত্রী। শ্বাসকষ্টের সমস্যা আগে থেকে কম হলেও এখনও পুরোপুরি সুস্থ নয় তিনি। শরীরে কিঞ্চিত ব্যথাও রয়েছে।
নিজের শারীরিক অবস্থার কথা ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।’
কিছুদিন আগেই শহরের বড় হোটেলে ঘটা করে ছেলের জন্মদিন পালন করেন পরীমণি। বড় ছেলে অসুস্থ হওয়ায় প্রায় দিশেহারা অবস্থা অভিনেত্রীর। প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর আপাতত ছেলে এবং মেয়েকে নিয়ে একাই থাকেন তিনি। তবে এই মুহূর্তে নায়িকার নতুন প্রেমের কথা জানা গেলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আর কাউকে মন দেবেন না তিনি। দুই ছেলে মেয়েকে নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চান পরীমণি।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
প্রসঙ্গত, ওপার বাংলার পাশাপাশি এবার বাংলাতেও সম্প্রতি কাজ করেছেন অভিনেত্রী। সোহম চক্রবর্তী এবং মধুমিতা সরকারের সঙ্গে ‘ফেলুবক্সি’ ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যদিও ছবি মুক্তির সময় ভিসা না পাওয়ার কারণে কলকাতায় আসতে পারেননি পরীমণি।
এই মুহূর্তে ‘গোলাপ’ ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন পরিমণি। সামছুল হুদার পরিচালনায় এই ছবিতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা নীরবের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী। এই রাজনৈতিক থ্রিলার ছবিটি নিয়ে ভীষণ উৎসাহিত তিনি, তবে এর মধ্যেই শুনতে পাওয়া গেল অভিনেত্রীর অসুস্থতার কথা।