একই ছাদের তলায় মানুষ এবং ভুতের সহবাস, বর্ষা শেষে রোমাঞ্চ জায়গাতে আসতে চলেছে ‘ভূত তেরিকি’। আগামী ১২ সেপ্টেম্বর হইচইয়ের পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিরিজটি। ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই সিরিজটি দেখার জন্য আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।
হরর কমেডি এই সিরিজের কৌশিক হাফিজি। সৃজনশীল পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। যদিও এর আগে ‘তালমার রোমিও জুলিয়েট’ সিনেমাতেও ক্রিয়েটিভ নির্দেশনায় কাজ করেছেন অনির্বাণ। ওই সিনেমাটি মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে।
আরও পড়ুন: 'রঘু ডাকাত'-এর টিজারে সাদা চুল, ক্রুর হাসিতে বাজিমাত অনির্বাণের! সোহিনী-রূপা-ইধিকাদের লুকেও বড় চমক
আরও পড়ুন: 'ও যদি ছোট না হত...', প্রসেনজিতের কোন কথায় চোখে জল এল চঞ্চল চৌধুরীর?
ভূততেরিকি প্রসঙ্গে
এই সিরিজটি মূলত একটি হরর কমেডি সিরিজ। চার পেত্নীর গল্প নিয়ে তৈরি এই সিরিজের বিভিন্ন সময়কালের ভূতের গল্প বলা হবে। যেমন পলাশীর যুদ্ধ আমলের ভূত থাকবে, তেমনই থাকবে বিদ্যাসাগরের আমলের ভূত। ১৯৭০ এর দশকের ভূতের কথাও বাদ যাবে না।
বিভিন্ন সময়ের এই ভূতেদের একটি বাংলোয় ভূত হয়ে ওঠার ট্রেনিং দেওয়া হয়। শুধু ভয় নয়, এই সিরিজটি থাকবে নির্ভেজাল কমেডি। মুখ্য ভূমিকায় দেখা যাবে আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য, সৌণক কুন্ডুকে। গত বছরের ১৪ নভেম্বর থেকে শুরু হয়েছিল এই সিরিজটির শ্যুটিং।
সিরিজটির একটি পোস্টার পোস্ট করে হইচইয়ের তরফ থেকে ক্যাপশনে লেখা, ‘ভূত ও মানুষের সহবাস, তাও আবার একই ছাদের তলায়? আসছে ধুত্তেরিকি। না না, আসছে ভূততেরিকি।’ এই পোস্ট শেয়ার করেছেন দুর্বার শর্মা।
আরও পড়ুন: ‘ভাই দারুণ লেগেছে…’, 'রক্তবীজ ২' টিজার মুক্তি পেতেই অঙ্কুশকে শুভেচ্ছাবার্তা দেবের
আরও পড়ুন: বক্স অফিসে উঠল ঝড়, প্রথম দিনেই ধূমকেতুর আয় ছাড়াল কোটি টাকার গণ্ডি
দুর্বার সিরিজের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘একটি নতুন চরিত্রে। ভূততেরিকি। আমাদের সকলের অত্যন্ত কাছের একটা কাজ। তেঁনারা এবং মানুষরা মিলে এক সুরে একটা কাজ করে ফেলা গেছে। ভূত ও মানুষ একই ছাদের তলায়। ভালোবাসায়, প্রেমে, আনন্দে, দু:খে এবং অবশ্যই হাসাহাসিতে। ভূততেরিকি। অবশেষে, আসছে ১২ সেপ্টেম্বর। শুধুমাত্র @hoichoi.tv তে। সিরিজটি পরিচালনা করেছে কৌশিক হাফিজি @kaushikhafizee ,. সৃজনশীল পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য।’