১৮ জুলাই, গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বিশ্ব সুন্দরী হওয়া থেকে শুরু করে একজন নামী অভিনেত্রী, বারবার নিজেকে সর্বত্র প্রমাণ করেছেন তিনি। আজ একটি ফুটফুটে কন্যা সন্তানের গর্বিত মা তিনি। নিজের ৪৩ বছর জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে কখনও মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে কখনও আবার দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে। মালতি এখন বেশ বড়, তাই বাবা মায়ের সঙ্গে ঘুরতে গেলেও সে ব্যস্ত থাকে নিজের খেলায়। কাজের পাশে নিজের পরিবারকেও যে সমান ভাবে গুরুত্ব দেওয়া দরকার, তা প্রিয়াঙ্কার পোস্ট করা এই ভিডিয়ো থেকে প্রমাণ হয়ে যায়।
আরও পড়ুন: 'ওরা শিল্পকে ভয় পায়...', বাংলাদেশে সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙায় ক্ষুব্ধ রূপালি
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বাঁধবেন আবির-জয়া, মুক্তি পেল ‘পুতুলনাচের ইতিকথা’-র ট্রেলার
তবে শুধু স্বামী বা সন্তান নয়, শ্বশুরবাড়ির আরও বেশ কয়েকজন সদস্যকেও দেখতে পাওয়া গিয়েছে এই ভিডিয়োর মধ্যে। সপরিবারে বেড়াতে যাওয়ার আনন্দই যে আলাদা, তা আরও একবার এই মিষ্টি মুহূর্তগুলি থেকেই স্পষ্ট হয়ে যায়।
ভিডিয়ো দেখতে এই লিঙ্কে ক্লিক করুনঃ http://www.instagram.com/p/DMPMPq3tPLT/?img_index=6&igsh=MThweTRvaGZ6cHhwOA%3D%3D
জন্মদিনে উপলক্ষে এই ভিডিয়োটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আরও একটি বছর সূর্যের চারপাশে ঘুরে যাওয়ার আগে প্রস্তুতি নিচ্ছি। আমার জন্মদিনে আমি শুধু কৃতজ্ঞ হতে পারি। ইউনিভার্স আমাকে সব সময় রক্ষা করেন। আমাকে দেওয়া তার সমস্ত উপহারের জন্য আমি সবসময় কৃতজ্ঞ।’
আরও পড়ুন: হতে চলেছে অপেক্ষার অবসান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কী কী শপিং করলেন অহনা?
আরও পড়ুন: দুষ্টু চোখে ক্যামেরার দিকে তাকিয়ে, এই খুদেই আজ নামী পরিচালক, চেনেন তাঁকে?
প্রিয়াঙ্কা আরও লেখেন, ‘আমার পরিবারে আমার সব থেকে বড় উপহার। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন, তাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। সবার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা সঙ্গে নিয়েই আমি পা রাখছি ৪৩-এ।’
ভিডিয়ো রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘আনজানা আনজানি’ ছবির ‘তু না জানে আসপাস হ্যায় খুদা’ গানটি শোনা যায়। তবে জন্মদিনের এই বিশেষ দিনটি প্রিয়াঙ্কা কীভাবে সেলিব্রেট করছেন, সেটা এখনও জানা যায়নি।