মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ এবার সরাসরি ছবির পর্দায়। আগামী ১ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। ‘বিজয়া’, ‘বিসর্জন’ ছবির পর আবার এই ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।
পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখতে পাওয়া যাবে কুসুম, শশী এবং কুমুদদের জীবন কাহিনি। এতদিন যে চরিত্রগুলি বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, তাঁদের এবার চোখের সামনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন: মাত্র ৩৪ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’ খ্যাত আসিফ, এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন: বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত অভিনেতা তথা প্রযোজক ধীরজ কুমার
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলার শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে অনন্যা চট্টোপাধ্যায়কে। সারা মুখে দাগ, খুব সম্ভবত গুটি বসন্তে আক্রান্ত তিনি। এরপরেই কিছু কিছু ঝলক ফুটে উঠেছে যেখানে দেখা গিয়েছে আবির এবং পরমব্রতর বন্ধুত্ব, ব্যর্থ প্রেমের কথা, জয়া এবং আবিরের ভালোবাসার কাহিনি।
একজন ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও বিদেশে চিকিৎসা করার ইচ্ছা মনে পুষে রেখে গ্রামে ডাক্তারি করে শশী। তবে এই আক্ষেপ তাকে প্রত্যেকদিন কুরে কুরে খায়। গ্রামের একঘেয়েমি কাটে যখন সে কুসুম এবং কুমুদের সংস্পর্শে আসে।
ট্রেলারে গ্রাম বাংলার অসম্ভব সৌন্দর্য ফুটে ওঠার পাশাপাশি ফুটে উঠেছে জীবনের বিভিন্ন মুহূর্তে আটকে পড়া মানুষের কষ্ট, দুঃখ, বেদনা। কোথাও না কোথাও প্রত্যেকটি মানুষ যে নিয়তির হাতের পুতুল, সেই গল্পই ফুটে উঠবে ‘পুতুল নাচের ইতিকথা’ ছবিতে।
আরও পড়ুন: এই প্রথম খলনায়িকার চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে, প্রকাশ্যে এল অভিনেত্রীর 'রাজমাতা' লুক
আরও পড়ুন: চোখের তলায় কালি, অপরিচ্ছন্ন বেশ, স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রীর এ কী হাল!
শশী চরিত্রে অভিনয় করেছেন আবির, কুসুম চরিত্রে জয়া এবং কুমুদ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। এছাড়াও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শন্তিলাল মুখোপাধ্যায় এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে ১ অগস্ট।