চলচ্চিত্র জগতে ফের নেমে এল দুঃসংবাদ। মঙ্গলবার সকালে অন্যতম প্রযোজক তথা অভিনেতা ধীরজ কুমার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। এইদিন সকালে পরিবারের তরফ থেকে অভিনেতার মৃত্যুর খবর জানানো হয় সকলকে।
দীর্ঘদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। গত শনিবার সর্দি কাশি নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সোমবার রাতেই অবস্থার অবনতি হয় এবং মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
অভিনেতার ঘনিষ্ঠ তথা পারিবারিক বন্ধু অজয় শুক্লা সংবাদ মাধ্যমকে জানান, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ১৫ জুলাই মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ পরিবারের সকলের উপস্থিতিতে প্রবীণ অভিনেতা তথা পরিচালক এবং প্রযোজক ধীরজ কুমারের মৃত্যু হয়েছে। উনি সর্বদা হাসিখুশি থাকতেন। একজন সত্যিকারের ভদ্রলোক ছিলেন উনি। এই সময় আপনাদের সকলের প্রার্থনা এবং সমর্থন একান্ত কাম্য।
অভিনেতা প্রসঙ্গে
১৯৬৫ সালে বিনোদন জগতে প্রবেশ করেছিলেন এই অভিনেতা। কেরিয়ারের প্রথম দিকে একটি ট্যালেন্ট কনটেস্টে সুভাষ ভাই এবং রাজেশ খান্নাকে রীতিমতো কড়া টক্কর দিয়েছিলেন তিনি। দীর্ঘ ফিল্ম কেরিয়ারে তিনি ২১টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছিলেন। অভিনয় করেছিলেন ‘স্বামী’, ‘কিয়া কারু সাজনি আয়ে না বালাম’ ছবির মতো গুরুত্বপূর্ণ ছবিতে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
কিছুদিন আগেই মুম্বাইয়ের ইসকন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় এই অভিনেতাকে। অনুষ্ঠানের সংবর্ধনা মঞ্চ থেকে তিনি বলেন, ‘আমি এখানে এসেছি একজন ভক্ত হিসেবে। একজন সাধারণ মানুষ হয়ে। আমাকে ভিভিআই হিসেবে সম্বোধন করা হলো ঠিকই কিন্তু আমার মনে হয় সবথেকে বড় ভিভিআই হলেন ঈশ্বর।’